সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শত্রুর ঘাটিতে ঢুকে যেমন সার্জিক্যাল স্ট্রাইক করতে জানে, তেমনই বিপদে পড়া দেশবাসীর প্রাণ বাঁচাতেও জানে ভারতীয় সেনা৷ তা সে কন্যাকুমারীই হোক বা অশান্ত কাশ্মীর৷ বিপদে পড়া মানুষের পাশে হামেশা এসে দাঁড়ান ভারতীয় জওয়ানরা৷ এর সাম্প্রতিকতম প্রমাণ মিলল কাশ্মীরের কুপওয়ারা নাস্টাচাং পাসে৷ যেখানে অন্তঃসত্ত্বা মহিলার প্রাণ বাঁচালেন ভারতীয় জওয়ানরা৷
ডুডলে নাসার নয়া সৌরজগত সন্ধানকে কুর্নিশ জানাল গুগল
মঙ্গলবার রাতে তুষারধস নামে সমুদ্রতল থেকে ১০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত ওই এলাকায়৷ বরফের মাঝে আটকে পড়ে একটি অ্যাম্বুল্যান্স৷ অ্যাম্বুল্যান্সে মোট ৯ জন স্থানীয় বাসিন্দা ছিলেন৷ এদের মধ্যেই ছিলেন ২৪ বছরের অন্তঃসত্ত্বা ওয়াহিদ মীর৷ অ্যানিমিয়ায় আক্রান্ত ওয়াহিদ প্রসব বেদনায় ছটফট করছিলেন৷ কিন্তু অ্যাম্বুলেন্স সরানোর কোনও উপায় ছিল না৷ তাঁর পাশেই শুয়ে কাতরাচ্ছিল ১৫ বছরের মাসদুর আহমেদ৷ পেটে অস্ত্রোপচার হয়েছিল তার৷ সেই সময় ওই এলাকা দিয়েই যাচ্ছিল ভারতীয় সেনার একটি দল৷ সময় নষ্ট না করে উদ্ধার কাজে নেমে পড়েন ভারতীয় জওয়ানরা৷ সেখানেই দু’জনের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়৷ পরে কাঁধে করে অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেন জওয়ানরা৷
মোদি ম্যাজিকেই উত্তরপ্রদেশে বিজেপির পাল্লা ভারী, দাবি বুকিদের
প্রসঙ্গত, অশান্ত কাশ্মীরে নিজেদের ভূমিকা নিয়ে প্রায়ই সমালোচনা শুনতে হয় ভারতীয় জওয়ানদের৷ উপত্যকায় সেনার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও উঠেছে বেশ কয়েকবার৷ কিন্তু সব অগ্রাহ্য করে নিজেদের কর্তব্যে অবিচল ভারতীয় জওয়ানরা৷ তাই জঙ্গি নিধনে যাঁরা বন্দুক হাতে তুলে নিতে পারেন, সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে তারাই বরফ কেটে এভাবে এগিয়ে যেতে পারেন৷
সেনা কনভয়ে জঙ্গি হামলা, নিহত তিন জওয়ান
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.