সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা বরফের চাদরে ঢেকে যাচ্ছে রুক্ষ পাহাড়। আর একটু হলেই যেন সেই হিম স্রোত গিলে ফেলবে কেদারনাথ মন্দিরকে। রবিবার সকালে কেদারনাথ দর্শনে গিয়ে ভয়ংকর সুন্দর এমনই দৃশ্যের সাক্ষী হলেন পুণ্যার্থীরা। যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়ায়। শিউরে ওঠার মতো সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায়।
প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা যাচ্ছে, কেদারনাথ মন্দিরের পিছনে পাহাড়ের ঢাল বেয়ে মেঘের মতো নেমে আসছে বরফ। সাত সকালে চোখের সামনে এমন তুষার ধস দেখে রীতিমতো স্তম্ভিত হয়ে যান পুণ্যার্থীরা। সংবাদ সংস্থা এএনআইকে রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার বিশাখা অশোক ভাড়ানে জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। কোনও সম্পত্তি বা প্রাণহানি হয়নি। এই ঘটনা প্রসঙ্গে দুর্যোগ মোকাবিলা বাহিনীর আধিকারিক নন্দন সিং রাজওয়ার জানান, এই ধরনের তুষারধস মাঝে মধ্যেই হয়ে থাকে। এটা কোনওরকম অস্বাভাবিক ঘটনা নয়। পাহাড়ের ওপরে ভারী তুষারপাত হলে তা এভাবেই ঢাল বেয়ে নেমে আসে। রবিবার সকালে সেটাই ঘটেছে। কেদারনাথে গান্ধী সরোবরের উপর আছড়ে পড়েছে ওই তুষারধস।
VIDEO | Uttarakhand: An avalanche occurred over Gandhi Sarovar in Kedarnath. No loss of life and property was reported. More details are awaited. pic.twitter.com/yfgTrYh0oc
— Press Trust of India (@PTI_News) June 30, 2024
উত্তরাখণ্ড প্রশাসন বিষয়টিকে সামান্য ঘটনা হিসেবে দাবি করলেও বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেই মনে করছেন পরিবেশবিদ জগৎ সিং জঙ্গলি। তিনি বলেন, ‘হিমালয়ের এই অঞ্চলে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করার যথেষ্ট প্রয়োজন রয়েছে। হিমালয়ের স্বাভাবিক প্রাকৃতিকে ধ্বংস করে তার উপর বেলাগাম নির্মাণ, গাছ কাটার মতো ঘটনার জেরেই এই ধরনের তুষারধস হচ্ছে। বিষয়টি নিয়ে এখনই সতর্ক হওয়া উচিত সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.