Advertisement
Advertisement

Breaking News

আবারও তুষারধসের কবলে সেনা ছাউনি, মৃত ১০ জওয়ান

চলছে উদ্ধারকার্য৷

Avalanche hits BSF camp in J&K, rescue ops on
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 26, 2017 8:50 am
  • Updated:January 26, 2017 10:04 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের দিনই তুষারধসের কবলে পড়ল ভারতীয় সেনার ছাউনি। এদিন সকালে, জম্মু-কাশ্মীরের গুরেজ সেক্টরে বিএসএফ-এর একটি ছাউনির উপর নেমে এল তুষারধস। সেনা সূত্রে খবর, এই ঘটনায় মৃত্যু হয়েছে দশ  জওয়ানের। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনার উদ্ধারকারী দল৷ চলছে উদ্ধারকার্য৷ সূত্রের খবর, বেশ কয়েকজন সেনা জওয়ান বরফের নিচে চাপা পড়ে আছেন, তবে উদ্ধার করা হয়েছে চাপা পড়া চার জওয়ানকে। গতকাল জম্মু-কাশ্মীরের সোনমার্গে ভারী তুষারপাতের জেরে নেমে এসেছিল ধস৷ সেই ধসে সম্পূর্ণ চাপা পড়ে যায় সেনার একটি ক্যাম্প৷ প্রাণ হারিয়েছিলেন পাঁচ সেনা জওয়ান ও চার  নাগরিক।

কাশ্মীরে তুষারধসে চাপা পড়ল সেনা ছাউনি, মৃত্যু জওয়ানের

গতবছর, মার্চ মাসে সিয়াচেন হিমবাহে হওয়া এক তুষারধসে প্রাণ হারান ল্যান্সনায়েক হনুমনথাপ্পা-সহ ১১ জওয়ান। ছ’দিন প্রায় ২৫ ফুট বরফের নিচে চাপা পড়েছিলেন হনুমনথাপ্পা।  জীবন ও মৃত্যুর সঙ্গে টানা লড়াইয়ের পর শহিদ হন তিনি৷ গত সোমবার থেকেই কাশ্মীরের পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠছিল। ক্রমাগত বরফ পড়ছিল কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে। এই অবস্থায় প্রহরায় থাকা ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা যে প্রবল সমস্যার সম্মুখীন হচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এমন প্রতিকূল পরিস্থিতির তোয়াক্কা না করেই সদাজাগ্রত প্রহরীর ভূমিকা পালন করে চলেছিলেন তাঁরা। তাঁদের সুবিধার জন্য কেন্দ্রের পক্ষ থেকেও বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হয়েছে। ক্রমাগত তাঁদের জন্য পাঠানো হচ্ছিল কেরোসিন, শীতবস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। যদিও এতেই সব সমস্যার সমাধান মিলছিল না৷ কিন্তু জওয়ানরাও দমে যাওয়ার পাত্র নয়। নিজেদের দায়িত্ব থেকে এতটুকুও সরে আসেননি তাঁরা। তুষারপাত অগ্রাহ্য করেই কর্তব্যে অবিচল ছিলেন। তবে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই গিয়েছিল। বুধবার সেরকমই দুর্ঘটনার কবলে পড়লেন জওয়ানরা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

শিশু কোলে মহিলার কথা না শুনলে কী হয় খুনি নালায়?

জানেন, কেমন ছিল দেশের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন?

ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement