Advertisement
Advertisement

Breaking News

Ram Mandir

৭০০ ময়নাতদন্ত করেছেন, রামমন্দির উদ্বোধনে আমন্ত্রণ পেয়ে কেঁদে ফেললেন মর্গ কর্মী

আমন্ত্রণ পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সন্তোষী দুর্গা।

Autopsy Assistant invited for Ram Mandir Inauguration | Sangbad Pratidin

ছবি: সংগৃহীত।

Published by: Kishore Ghosh
  • Posted:January 14, 2024 4:15 pm
  • Updated:January 14, 2024 4:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ জানুয়ারি রামমন্দির (Ram Mandir) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ওই দিন নবনির্মিত মন্দিরে রামলালার অভিষেকের সাক্ষী হবেন ভিভিআইপিরা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে যেমন রয়েছেন হেভিওয়েট রাজনীতিবিদরা, তেমনই অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকরের মতো বিভিন্ন ক্ষেত্রের নক্ষত্ররাও থাকছেন। এমন মহার্ঘ অনুষ্ঠানে ডাক পেয়েছেন ছত্তিশগড়ের বাসিন্দা সন্তোষী দুর্গাও। কে সন্তোষী? তিনি পেশায় মর্গের কর্মী। রামমন্দির উদ্বোধনে যাওয়ার আমন্ত্রণ পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না। কেঁদে ফেললেন।

৩৫ বছর ধরে ময়নাতদন্তের কাজ করছেন সন্তোষী দুর্গা। ইতিমধ্যে ৭০০-র বেশি ময়নাতদন্ত করেছেন বলে দাবি তাঁর। পারিবারিক সূত্রে এই পেশায় আসেন। তাঁর বাবাও মর্গের কর্মী হিসাবে কাজ করতেন। কাজের সময় মদ্যপান করতেন বাবা। যদিও সন্তোষী মদ না ছুঁয়েই সেই কঠিন কাজ করে চলেছেন বছরের পর বছর ধরে। এখন সকাল থেকে সন্ধ্যা তাঁর সময় কাটে মর্গে। সেই মানুষটাই অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে ডাক পেয়ে স্বভাবতই আনন্দে ভাসছেন।

Advertisement

 

[আরও পড়ুন: ৮ বছর ধরে নিখোঁজ বায়ুসেনার বিমান, অবশেষে মিলল সন্ধান!]

ইতিমধ্যে রামমন্দির তীর্থ ক্ষেত্র ট্রাস্টের চিঠি পেয়েছেন সন্তোষী। যার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, অযোধ্যায় রামমন্দিরে গিয়ে এলাকার বাসিন্দাদের জন্য প্রার্থনা করবেন তিনি। অন্যদিকে স্থানীয়রাও সন্তোষী মন্দির উদ্বোধনে ডাক পাওয়ায় গর্বিত।

 

[আরও পড়ুন: বাজপেয়ীর বায়োপিক কি লোকসভা ভোটপ্রচারে বিজেপির অস্ত্র? মুখ খুললেন পঙ্কজ ত্রিপাঠী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement