Advertisement
Advertisement
Gujarat

‘ঘরের ছেলে’ মোদির জন্মদিনে বিনামূল্যে অটো পরিষেবা সুরাটে! অভিনব উদযাপন চালকদের

১ হাজার চালকের অভিনব উদযাপন।

Auto drivers of Gujrat offer discounts to passengers on PM Narendra Modi's 73rd birthday | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 17, 2023 4:03 pm
  • Updated:September 17, 2023 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঘরের ছেলে’ তিনি। প্রথমবার বিধায়ক হয়েই গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী হন। তিনিই আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মোদির ৭৩তম জন্মদিনে উপলক্ষে অভিনব কাণ্ড করলেন গুজরাটের সুরাট (Surat) শহরের অটোচালকেরা। ৩০ শতাংশ কম ভাড়ায় দিনভর যাত্রীদের পরিষেবা দিচ্ছেন তাঁরা। অনেকেই বিনামূল্যেও যাত্রীদের পৌঁছে দিচ্ছেন গন্তব্যে।

মোদির জন্মদিনে সারা দেশে নানা কর্মসূচি রয়েছে বিজেপির (BJP)। চলছে রক্তদান শিবির, স্বাস্থ্যকেন্দ্রের ক্যাম্প, পরিচ্ছন্নতার অভিযান। এইসঙ্গে ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিনে চালু হচ্ছে নয়া প্রকল্প “পিএম বিশ্বকর্মা” (PM Vishwakarma)। যার মাধ্যমে দেশের কারিগর ও নির্মাণশিল্পীদের সাহায্য করা হবে। এর মধ্যেই জানা গেল সুরাটের অটোচালকদের অভিনব উদ্যোগের কথা।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেসের দেখানো মানচিত্রে উধাও উত্তর-পূর্ব ভারত! ‘দেশদ্রোহী’ বলে তোপ হিমন্তর]

জানা গিয়েছে, সুরাটের ১ হাজার অটোচালক মোদির জন্মদিনে বিশেষ পরিষেবা দিচ্ছেন। তাঁরা ৩০ শতাংশ কম ভাড়ায় দিনভর যাত্রীদের পরিষেবা দিচ্ছেন আজ। গুজরাটের বিজেপি বিধায়ক পুর্নেশ মোদি (Purnesh Modi) জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিনে ৭৩টি অটো ১৭ সেপ্টেম্বর সম্পূর্ণ বিনামূল্যে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে। পূর্ণেশ অটোচালকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

[আরও পড়ুন: অভিষেক থেকে রাহুল, বিরোধ ভুলে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা INDIA নেতাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement