সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার পালটা পাকিস্তানকে আঘাত করে ভারত৷ আকাশপথে পাকিস্তানের উপর হামলা চালানো হয়েছে৷ খতম হয়েছে অন্তত ৩৫০ জন জঙ্গি৷ পুলওয়ামায় শহিদদের রক্ত যে বৃথা যায়নি, তা প্রমাণিত হওয়ার পর কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ভারতবাসী৷ আর পাঁচজনের মতো বায়ুসেনার সাফল্যে গর্বিত দিল্লির অটোচালক মনোজ৷ বিনামূল্যে যাত্রীদের অটো পরিষেবা দিলেন তিনি৷
১৪ ফেব্রুয়ারি জইশ-ই-মহম্মদের হামলায় শহিদ হন বহু ভারতীয় সিআরপিএফ জওয়ান। ওইদিনই জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনা কনভয়ে ঢুকে পড়ে আত্মঘাতী জঙ্গি৷ প্রচুর বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণে শহিদ হন সিআরপিএফ জওয়ানেরা৷ স্বাধীনতার পর কাশ্মীরে প্রথম এত বড় জঙ্গি হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ৷ পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছিলেন ভারতীয়রা। সেই জঙ্গি হামলার পর ঠিক ১২ দিনের মাথায় মঙ্গলবার প্রত্যাঘাত করে ভারত৷ আকাশপথে পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান। বালাকোট, চাকোটি এবং মুজাফ্ফরাবাদে অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার যৌথ জঙ্গি প্রশিক্ষণ শিবির। প্রতিটি এলাকাতেই জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে বায়ুসেনার যুদ্ধবিমান। তাতেই নিকেশ হয় ৩৫০ জঙ্গি৷
পাকিস্তানের উপর হামলার ঘটনা প্রকাশ্যে আসতেই স্বস্তি পেয়েছেন ভারতীয়রা। বায়ুসেনার সাফল্য একটু অন্যরকমভাবে উদযাপন করলেন দিল্লির অটোচালক মনোজ। মঙ্গলবার দিল্লির রাজপথে দাঁড়িয়ে থাকা অটোর সামনে একটি পোস্টার টাঙান তিনি। সেখানে লেখা ছিল, পুলওয়ামাকাণ্ডের বদলার আনন্দে সারাদিন বিনামূল্যে মিলবে অটো পরিষেবা। সেই পোস্টারেই শহিদদের নমস্কার, সেনাদের প্রণাম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও জানান তিনি। মনোজ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘বেশি কিছু তো আমার পক্ষে করা সম্ভব নয়। তবে দেশের জয়ের আনন্দে এইটুকু করতে পেরেই আমি খুশি।’’ বিনামূল্যে অটো পরিষেবা পেয়ে খুশি যাত্রীরা৷ মনোজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা৷
Delhi: An auto driver Manoj offered free rides today in celebration of Indian strikes on JeM camp in Balakot. He says, ‘Can’t do much but I’m offering free rides. I’m happy, I’m not charging anything today.’ pic.twitter.com/Lcz718fk0I
— ANI (@ANI) February 26, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.