Advertisement
Advertisement

Breaking News

Auto

ভাড়া নিয়ে বচসা, যাত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন অটোচালকের!

নিহত ব্যক্তির ভাইও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Auto driver allegedly stabs passenger to death over ride fare in Bengaluru। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:June 14, 2023 12:08 pm
  • Updated:June 14, 2023 12:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বচসা ভাড়া নিয়ে। শেষ পর্যন্ত বিবাদ এমন পর্যায়ে পৌঁছল অটোযাত্রীকে ছুরি মেরে খুনের অভিযোগ উঠল অটোচালকের (Auto driver) বিরুদ্ধে। জখম নিহতের ভাইও। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু (Bengaluru)। পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

ঠিক কী হয়েছিল? নিহত আহমেদ ও আহত আয়ুব, দুই ভাই অটোয় ওঠেন ম্যাজেস্টিক থেকে যশবন্তপুর স্টেশনে যাবেন বলে। গন্তব্যে পৌঁছনোর পরই গণ্ডগোল চরমে পৌঁছয়। অভিযোগ, অটোচালক বেশি ভাড়া চাইতে শুরু করেন। বচসা চরমে পৌঁছয় কিছুক্ষণ পরে। এরপরই দুই যাত্রীকে ছুরি দিয়ে কোপাতে থাকে অভিযুক্ত। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান আহমেদ। তাঁর ভাই আয়ুব রয়েছেন হাসপাতালের আইসিইউতে। তাঁর শরীরে বহু আঘাত রয়েছে বলে জানা যাচ্ছে। অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পেরেছেন, অভিযুক্তর বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক মামলা রুজু রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘অজিত ডোভাল আন্তর্জাতিক সম্পদ’, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রশস্তি মার্কিন রাষ্ট্রদূতের]

উল্লেখ্য, এর আগে গত মার্চে এমনই ঘটনার সাক্ষী হয়েছিল দক্ষিণ-পূর্ব দিল্লি। সেখানকার নিউ ফ্রেন্ডস কলোনিতে নগদ না পেয়ে ২২ বছরের এক তরুণীকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ ওঠে এক অটোচালকের বিরুদ্ধে। তেমনই হিংসার ছায়া এবার বেঙ্গালুরুতেও।

[আরও পড়ুন: অজান্তে যৌনকর্মীর সঙ্গে লিভ-ইন! আত্মহত্যার চেষ্টা ‘দ্য কপিল শর্মা শো’-এর অভিনেতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement