সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) গোয়ালিয়রে। এদিন সকাল সাতটা নাগাদ একটি বাস ও অটোর সংঘর্ষে ওই দুর্ঘটনা (Accident) ঘটে। পুলিশ জানিয়েছে, অটোর সব যাত্রী ও চালকেরই মৃত্যু হয়েছে ঘটনাস্থলে।
ঠিক কী ঘটেছে? গোয়ালিয়রের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট অমিত সাংহি জানিয়েছেন, এলাকার ওল্ড চাওনি অঞ্চলে সকাল সাতটা মুখোমুখি ধাক্কা লাগে বাস ও অটোটির। বাসটির গতি অনেক বেশি থাকার কারণেই সেটি গতি হারিয়ে অটোকে ধাক্কা মারে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। অটোয় ছিলেন আটজন অঙ্গনওয়ারি কর্মী। রান্নার কাজ করতেন তাঁরা। এদিন কাজের শেষে বাড়ি ফিরছিলেন তাঁরা। দুর্ঘটনায় ওই মহিলারা সকলেই মারা যান। মারা গিয়েছেন অটো চালকও। সব মিলিয়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১২ জনই মহিলা। আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে।
Madhya Pradesh: 10 dead and 4 injured after a bus collided with an auto in Purani Chhawani area of Gwalior, earlier today.
— ANI (@ANI) March 23, 2021
#UPDATE | Death toll in the accident rises to 13: Additional SP
— ANI (@ANI) March 23, 2021
State Government to give Rs 4 lakh each to the family of the deceased and Rs 50,000 to injured: Madhya Pradesh CM Shivraj Singh Chouhan (File photo) pic.twitter.com/47S656knOW
— ANI (@ANI) March 23, 2021
মধ্যপ্রদেশ সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে, নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন আহতদের পরিবার। আজ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই কথা জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.