Advertisement
Advertisement
India-Australia

বড়সড় বাণিজ্যচুক্তি, ফেরানো হবে ঐতিহাসিক সামগ্রী, বৈঠকে মোদিকে কথা দিলেন অজি প্রধানমন্ত্রী

হিন্দু ও জৈন স্থাপত্যকীর্তির ২৯ টি সামগ্রী ফিরছে ভারতে।

Australian PM assures PM Modi to return the historical artefacts at bilateral virtual meeting | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:March 21, 2022 5:02 pm
  • Updated:March 21, 2022 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার পথে এগোল ভারত-অস্ট্রেলিয়া (India-Australia)। বিপুল অঙ্কের বাণিজ্যচুক্তি, যৌথভাবে একাধিক প্রকল্প নিয়ে পাকাপাকি সিদ্ধান্তের পাশাপাশি ভারতের বহুমূল্য ঐতিহাসিক সামগ্রী ফেরাতে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী মোদির (PM Modi) সঙ্গে ভারচুয়াল দ্বিপাক্ষিক বৈঠকে সে দেশের প্রধানমন্ত্রী স্কট মরিসন (Scott Morrison) কথা দিয়েছেন, মোট ২৭ টি সামগ্রী ফেরানো হবে, যার মধ্যে অধিকাংশই হিন্দু স্থাপত্যকীর্তি বলে জানা গিয়েছে। সেসব সামগ্রী খতিয়ে দেখেছেন মোদি। সোমবার দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের পর সবটা জানালেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা।

২০২০ সালের জুনে প্রথমবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে এ ধরনের সম্মেলন হয়েছিল। তাতেই উভয়ের সম্পর্ক আরও সুদৃঢ় হয়। সোমবার মোদি-মরিসন বসলেন দ্বিপাক্ষিক দ্বিতীয় বৈঠকে। এই মুহূর্তে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তপ্ত বিশ্ব। আন্তর্জাতিক স্তরে আলোচনার মূল বিষয়বস্তু এটিই। ফলে মোদি-মরিসনের বৈঠকেও সেই বিষয়টি উঠে আসবে, তা প্রত্যাশিত ছিল। যদিও দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় সরাসরি যুদ্ধের প্রসঙ্গ আসেনি বলেই খবর। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় (Pacific region) দু’দেশের তরফে নিরাপত্তা বাড়ানো নিয়ে কথা হয়েছে বলে খবর। মানবিক খাতে সাহায্য বাড়ানো হবে।

[আরও পড়ুন: চিনে মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, শতাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা]

এছাড়া গণমাধ্যম নিয়েও দু’দেশের মধ্যে চুক্তি হয়েছে। বিদেশসচিব শ্রিংলা জানিয়েছেন, প্রসার ভারতী, ডিডি ইন্ডিয়া, ডিডি নিউজের (DD News) সঙ্গে অস্ট্রেলীয় চ্যানেলের চুক্তি অনুযায়ী, দু’দেশের সাংস্কৃতিক আদানপ্রদান হবে। বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচারিত হবে উভয় দেশেই।  বলা হচ্ছে, এবারই দু’দেশের মধ্যে সবচেয়ে বেশি অঙ্কের চুক্তি হয়েছে। 

তবে মোদি-মরিসনের আলোচনায় সবচেয়ে আগ্রহের বিষয়, পুরাতন স্থাপত্যকীর্তিগুলি (Artefacts) ফেরানো। অস্ট্রেলিয়ায় থাকা ২৯ টি সামগ্রী ফেরানো হবে ভারতে। তার মধ্যে বেশিরভাগই শিব, বিষ্ণুমূর্তি, রয়েছে বেশ কিছু জৈন স্থাপত্যকীর্তি।  সেসব দেশে ফেরার অপেক্ষায় সকলে।

[আরও পড়ুন: ভাঙল অতীত রেকর্ড, দোল উৎসবের চারদিন রাজ্যে বিক্রি হল ২০০ কোটি টাকার মদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement