Advertisement
Advertisement

Jio-র জন্য কেন্দ্রের কত টাকা ক্ষতি হয়েছে জানেন?

অডিট রিপোর্টে ফাঁস চাঞ্চল্যকর তথ্য...

Audit reveals, Reliance Jio under reported its revenue
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 8, 2017 11:10 am
  • Updated:March 8, 2017 11:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কম লাইসেন্স ফি দিতে হবে বলে রাজস্ব কমিয়ে দেখানোর অভিযোগ উঠল জিও-র বিরুদ্ধে। অডিট রিপোর্টে গরমিলের অভিযোগ মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র বিরুদ্ধে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ২০১৫-র মার্চ মাসের আগে তিনটি আর্থিক বছরে জিও ৬৩.৭৭ কোটি টাকা হিসাবে গরমিল দেখিয়েছে। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ফরেন এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত রাজস্ব কেন্দ্রীয় সরকারের কাছে দেখায়নি জিও। যার ফলে কেন্দ্রকে কম লাইসেন্স ফি দেওয়ার অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে।

(ভয়েস কলের জন্য কি সত্যি এবার টাকা কাটবে Jio?)

পাঁচ পাতার ওই রিপোর্টটি তৈরি করেছেন ডিরেক্টর জেনারেল অফ অডিট ফোর পোস্ট অ্যান্ড টেলি কমিউনিকেশন। ইতিমধ্যেই রিপোর্টটি মুকেশ আম্বানির সংস্থার কাছে পাঠানোও হয়েছে। রিপোর্টটির এক কপি ডিপার্টমেন্ট অফ টেলিকমকেও (ডট) পাঠানো হয়েছে। ওই খসড়া অডিটে লাইসেন্স ফি ভায়োলেশনের অভিযোগ উঠেছে জিও-র বিরুদ্ধে। সূত্রের দাবি, জিও সংস্থার তরফে দেওয়া এই অভিযোগের জবাব অডিটরের পছন্দ হয়নি। নয়া অডিট রিপোর্ট জমা দিতে  মুকেশ আম্বানির সংস্থাকে আরও তিন সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

Advertisement

(এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio)

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement