সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্ণব গোস্বামীর জামিন পাওয়া নিয়ে টুইট করে বিপাকে কার্টুনিস্ট রচিতা তানেজা (Rachita Taneja)। অর্ণবের জামিন নিয়ে বেফাঁস মন্তব্য করায় ইতিমধ্যেই কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি দিয়েছে কেন্দ্র। এবার রচিতা তানেজার বিরুদ্ধেও একই পদক্ষেপ করল মোদি সরকার। মঙ্গলবার ওই কার্টুনিস্টের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় ছাড়পত্র দিলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল (KK Venugopal )।
Attorney General has given consent to initiate contempt proceedings against cartoonist Rachita Taneja for her illustrations about the Supreme Court on Arnab Goswami case: NDTV
These are those two illustrations by @sanitarypanels. Don’t RT it pls https://t.co/rABTKPEmsm pic.twitter.com/9Dtl07f9jW— COMRADE RED (@comradarjun) December 2, 2020
সাংবাদিক অর্ণব গোস্বামীর জামিনের পর সুপ্রিম কোর্টের সমালোচনা করে একাধিক কার্টুন আঁকেন কার্টুনিস্ট রচিতা তানেজা। যাতে সুপ্রিম কোর্টকে কেন্দ্রের শাসক দলের নিয়ন্ত্রণাধীন হিসেবে দেখানো হয়েছে। নিজের টুইটার হ্যান্ডেল থেকে সেগুলি শেয়ারও করেন তিনি। আর শুধু অর্ণবের মামলা নয়, এর আগেও একাধিক মামলার পর সুপ্রিম কোর্ট নিয়ে ‘আপত্তিকর’ কার্টুন আঁকেন তিনি। যাতে আপত্তি জানান এক আইনের ছাত্র। ওই কার্টুনিস্টের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার অনুমতি চান তিনি। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল সেই অনুমতি দিয়েছেন। কে কে বেণুগোপাল বলছেন,”ওই কার্টুনিস্টের আঁকা কার্টুনগুলি সুপ্রিম কোর্টকে গভীরভাবে অসম্মান করেছে। এবং সংস্থাকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে।”
এর আগে এই অর্ণবের জামিন নিয়ে টুইট করেই আদালত অবমাননার মামলার সম্মুখীন হতে হয়েছে কমেডিয়ান কুণাল কামরাকে। তিনিও অর্ণব গোস্বামীর (Arnab Goswami) জামিন মঞ্জুর প্রসঙ্গে একাধিক টুইট করেছিলেন। সুপ্রিম কোর্টের পাশাপাশি বিচারপতিদের নিয়েও কটাক্ষ করেছিলেন কুণাল। যার জেরে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যদিও, সেই মামলায় এখনও ক্ষমা চাননি কুণাল। একই অভিযোগে দুষ্ট রচিতা তানেজাও। এবার তিনি আদালতের কাছে ক্ষমা চান কিনা সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.