Advertisement
Advertisement

রেললাইনের ফিস প্লেট উধাও, রেলকর্মীদের তৎপরতায় রক্ষা পেল দুটি ট্রেন

রেলে নাশকতার ছক?

Attempt to derail trains in Lucknow foiled
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2017 6:36 am
  • Updated:September 25, 2019 3:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউয়ে রেলকর্মীদের তৎপরতায় এড়ানো গেল দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল চারটি ট্রেন। রেলসূত্রে খবর, রবিবার ভোরে টহলদারির সময়ে রেলকর্মীর দেখেন, লখনউয়ের মহানগর এলাকায় রেললাইনে ১৫০টি ফিসপ্লেট উধাও। দেরিতে চলায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দুটি ট্রেন। পরে কৈফিয়ত এক্সপ্রেস ও গোরক্ষপুর এক্সপ্রেসকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে সন্দেহ, নাশকতা ঘটাতেই রেললাইনের ফিস প্লেটগুলি সরিয়ে দেওয়া হয়েছিল। ঘটনায় স্থানীয় থানায় এফআইআর দায়ের করেছে রেল। প্রসঙ্গত, গত জানুয়ারিতে উত্তরপ্রদেশে উনাও-এ রেললাইনে ফিসপ্লেট না থাকার জন্য লাইনচ্যুত হয়েছিল একটি মালবাহী ট্রেন।

[মন্ত্রী ছবি তুলবেন, তাই ২ ঘণ্টা বসিয়ে রাখা হল ৩০০ গর্ভবতীকে]

Advertisement

উত্তর ভারতে এখন জাঁকিয়ে শীত পড়েছে। প্রবল ঠাণ্ডায় রেললাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গভীর রাতে ও ভোরের দিকে পায়ে হেঁটে রেললাইনে নজরদারি চালায় রেলের টহলদারী দলের সদস্যরা। রেল সূত্রে খবর, রবিবার ভোর চারটে নাগাদ রেলকর্মীদের নজরে আসে, মহানগর ক্রসিংয়ের কাছে রেললাইনে প্রায় ১৫০টি ফিসপ্লেট উধাও। এরপরই দালিগঞ্জ ও গোমতীনগর স্টেশনের মাঝে রেললাইনে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। রেলের এক আধিকারিক জানিয়েছেন, দেরিতে চলার কারণে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে দুটি ট্রেন। কাইফিয়ত এক্সপ্রেস ও গোরক্ষপুর এক্সপ্রেসকে অন্যরুটে ঘুরিয়ে দেওয়া হয়। উত্তরপ্রদেশ পুলিশের এটিএস শাখার আইজি অসীম অরুণ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুতর। শহরের প্রাণকেন্দ্রে রেললাইনে নাশকতা ঘটনার চেষ্টা করা হয়েছিল। ওই লাইন দিয়ে রোজ প্রতিদিন ৬০টি করে ট্রেন যাতায়াত করে। ঘটনার তদন্তে তিন দল গঠন করা হয়েছে।  রেলের উর্দ্ধতন কর্তৃপক্ষ গোটা ঘটনাটি জানিয়ে একটি রিপোর্টে জমা দিয়েছে টহলদারি দলের সদস্যরা। সেই রিপোর্টের ভিত্তিতে স্থানীয় মহানগর থানায় একটি এফআইআরও দায়ের হয়েছে। স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছে, ঘটনায় রেলওয়ে আইনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে্ মামলা রুজু হয়েছে। অভিষোগ প্রমাণিত হলে, অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

[সদ্যোজাতকে নার্সারিতে রাখার জন্য ৫০ লক্ষ টাকা চাইল হাসপাতাল!]

এদিকে, স্থানীয় এক বাসিন্দা সাবা সিদ্দিকির দাবি, গভীর রাতে রেললাইনে সন্দেহভাজন ব্যক্তিদের দেখেছেন তিনি। সাবা জানিয়েছেন, ‘রাত দেড়টা নাগাদ হাতুড়ি পেটানোর শব্দে ঘুমে ভেঙে যায়। ছাদে গিয়ে রেললাইনে টর্চের আলো ফেলতে দেখি, বেশ কয়েকজন রেললাইনে হাতুড়ি পেটাচ্ছেন। ওঁরা নিজেদের রেলকর্মী বলে পরিচয় দেয়। বলে, রেললাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলছে।’ এরপরই প্রতিবেশীদের সজাগ করেন তিনি। কিন্তু, ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যাওয়া, আর পুলিশ খবর দেননি সাবা। ভোরে্ নজরদারির সময় রেললাইনের ফিসপ্লেট উধাওয়ে বিষয়টি নজরে আসে রেলের টহলদারি দলের সদস্যদের।

[জানেন, এটিএম থেকে টাকা না বেরলে প্রতিদিন ১০০ টাকা পেতে পারেন আপনি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement