ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কখনও রেললাইনে কংক্রিটের স্ল্যাব, তো কখনও লাইনের ফিসপ্লেট খুলে রাখা। সাম্প্রতিক সময়ে দেশের নানা জায়গায় ট্রেন জেহাদের ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। এবার মধ্যপ্রদেশে সেনা জওয়ানদের ট্রেনে বিস্ফোরণ ঘটানোর ষড়যন্ত্র দুষ্কৃতীদের। যদিও চালকের সতর্কতায় বানচাল হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র।
জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীর থেকে কর্নাটক যাচ্ছিল সেনাবাহিনীর স্পেশাল ট্রেন। যাত্রাপথে দুপুর ১.৪৮ নাগাদ মধ্যপ্রদেশের নেপানগর বিধানসভা এলাকার সাগফাতা স্টেশনে ঘটে এই দুর্ঘটনা। যেখানে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা ডিটোনেটরের সাহায্যে ট্রেনে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। রেললাইনে ফেলে রাখা ডিটোনেটরের উপর থেকে ট্রেন যাওয়ার সময় জোরদার বিস্ফোরণ ঘটে। এই পরই ট্রেন থামিয়ে দেন চালক। যার জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় দেশের সেনা জওয়ানদের নিয়ে যাওয়ার জন্য স্পেশাল ট্রেনটি।
জানা গিয়েছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে পরবর্তী স্টেশন মাস্টারকে ঘটনার কথা জানান ট্রেন চালক। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও রেল আধিকারিকরা। পাশাপাশি বড়সড় এই ষড়যন্ত্রের তদন্তে নামে এটিএস ও এনআইএ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রেল লাইনের উপর ১০টি ডিটোনেটর লাগানো হয়েছিল। ব্যাপক বিস্ফোরণ ক্ষমতাসম্পন্ন এই সব ডিটোনেটর সাধারণত খনিতে ব্যবহার করা হয়। যেহেতু ট্রেনটি সেনার স্পেশাল ট্রেন ফলে এই মামলার তদন্তে গোপনীয়তা বজায় চাইছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের নানা প্রান্ত থেকে একের পর এক ট্রেন লাইনচ্যুত করার ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে। কিছুদিন আগে বদোদারা ডিভিশনের অর্ন্তগত কিম রেল স্টেশনের কাছে কিছু দুষ্কৃতী ফিশপ্লেট খুলে রেখে যায়। বিষয়টি রেলকর্মীদের নজরে পড়তেই ওই রুটের ট্রেন চলাচল বন্ধ করে মেরামত করা হয় রেললাইন। চলতি মাসের ৮ তারিখ রাজস্থানের আজমেঢ় রেল স্টেশনের কাছে একটি মালগাড়িকে লাইনচ্যুত করানোর চেষ্টা করা হয়। ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরের উপর দুটি সিমেন্টের চাঁই ফেলে রাখা হয়েছিল। এর পর উত্তরপ্রদেশের কানপুরের কাছে কালিন্দী এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছিল একটি গ্যাস সিলিন্ডার।
পর পর এই ধরনের ঘটনায় দেশের রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু রেল দুর্ঘটনা নিয়ে ষড়যন্ত্রের ইঙ্গিত দেন। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত বিট্টু দাবি করেছিলেন, “রেল দুর্ঘটনার কারণ হিসাবে ভয়ঙ্কর জিনিসপত্র উঠে আসছে। আলিগড়ে রেল ট্রাকে অ্যালয় হুইল পাওয়া গিয়েছে। এর মানে বড় ষড়যন্ত্র রয়েছে, যা ধীরে ধীরে সামনে আসছে।” এবার মধ্যপ্রদেশে সেনার ট্রেন ওড়ানোর ছকে প্রশ্ন উঠছে তবে কী জঙ্গিদের নজরে দেশের রেল?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.