ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিমান হামলার পালটা জবাব আফগানিস্তানের। শনিবার বিকেল ৪টে নাগাদ আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে হামলা চালাল তালিবান। জানা যাচ্ছে, এই হামলায় পাকিস্তানের ১৯ জন জওয়ানের মৃত্যু হয়েছে। পাশাপাশি সীমান্তে পাক সেনার দুটি সেনা চৌকি দখল করে নিয়েছে তালিবান যোদ্ধারা।
আফগানিস্তানের টোলো নিউজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই হামলার কথা স্বীকার করে নিয়েছে তালিবানের প্রতিরক্ষা মন্ত্রক। বলা হয়েছে, ডুরান্ড লাইনে অবস্থিত পাকটিয়া ও খোস্ত এলাকায় এই হামলা চালানো হয়। তালিবান যোদ্ধারা পাকিস্তানের সেনা চৌকিতে হামলা চালানোর পাশাপাশি তা জ্বালিয়ে দিয়েছে। তালিবানের হামলার মুখে পড়ে পিছু হঠতে বাধ্য হয় পাক সেনা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে এই হামলার জেরে পাক সেনার ১৯ জন জওয়ানের মৃত্যু হয়েছে। অন্যদিকে, তালিবানের হামলার জেরে পিছু হঠলেও অন্যত্র আফগান সীমান্তে জনবহুল এলাকা লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তান। যার জেরে ৩ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, তালিবানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার পাক সেনার দুটি সেনা চৌকি দখল করার পাশাপাশি আরও দুই জায়গায় লড়াই জারি রয়েছে। যদিও এই হামলার বিষয়ে পাকিস্তানের তরফে এখনও কোনও বয়ান প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের মাটিতে বিমান হামলা চালিয়েছিল পাকিস্তান। আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের বারমাল জেলায় এই হামলা চালায় পাক বায়ুসেনা। ব্যাপক বোমাবর্ষণের জেরে ৫১ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন আরও অনেকে। সেই হামলার প্রেক্ষিতে পাকিস্তানের তরফে জানানো হয়েছিল, আফগানিস্তানে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালান হয়েছে। কারণ এই জঙ্গিরা আফগানিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে রয়েছে।
যদিও পাল্টা তালিবানের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়, এই হামলার পালটা জবাব তালিবান দেবে। নিজেদের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষার অধিকার আফগানিস্তানের রয়েছে। পাকিস্তান আমাদের দেশের শরণার্থী ও সাধারণ মানুষকে টার্গেট করে এই হামলা চালিয়েছে। তালিবানের দাবি ওয়াজিরিস্তানের শরণার্থী শিবিরকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। ওয়াজিরিস্তানে পাকিস্তানের হামলার পর সেখানকার বহু মানুষ শরণার্থী হয়ে আফগানিস্তানের আশ্রয় নেন। সেখানে হামলার পালটা জবাবে এবার সীমান্তে শুরু হল লড়াই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.