Advertisement
Advertisement

Breaking News

Jagdeep Dhankhar

‘হিন্দুরা অত্যন্ত সহনশীল তাই বার বার হামলা’, কড়া সুরে পড়শি দেশকে আক্রমণ ধনকড়ের

দেশের উপরাষ্ট্রপতির পরামর্শ, 'এতটাও সহনশীল হওয়া ঠিক নয়।'

Attack on Hindus cannot be tolerated, says Jagdeep Dhankhar
Published by: Amit Kumar Das
  • Posted:October 18, 2024 7:50 pm
  • Updated:October 18, 2024 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হিন্দুরা অত্যন্ত সহনশীল তাই বার বার হিন্দুদের উপর হামলা চালানো হয়।’ সম্প্রতিক সময়ে বাংলাদেশের চলতে থাকা হিন্দু নির্যাতন প্রসঙ্গে বাংলাদেশের নাম না করেই নিন্দায় সরব হলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। একইসঙ্গে তাঁর পরামর্শ, ‘এতটাও সহনশীল হওয়া ঠিক নয়।’

শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জগদীপ ধনকড়। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আজ পড়শি দেশের হিন্দুরা আক্রান্ত। এই ঘটনা দেখেও তথাকথিত নীতি শিক্ষকরা মুখ ও বধির হয়ে রয়েছেন।’ ধনকড় আরও বলেন, ‘ওরা হল ভাড়াটে সৈনিক। যা চলছে তা মানবাধিকারের সম্পূর্ণ বিরোধী। এদিকে আমরাও অত্যন্ত সহনশীল। এতটা সহ্য করে যাওয়াও ঠিক নয়। একবার ভেবে দেখুন ওখানে যা চলছে তার শিকার যদি আপনি হতেন?’

Advertisement

প্রতিবেশী দেশের ভয়াবহতা তুলে ধরে ধনকড় আরও বলেন, ‘একবার চেয়ে দেখুন ওখানে ছেলে, মেয়ে, মহিলাদের সঙ্গে কী রকম বর্বরতা, অত্যাচার চালানো হচ্ছে। আমাদের ধর্মীয়স্থানগুলিকে অপবিত্র করা হচ্ছে।’ যদিও নিজের ভাষণে একবারও বাংলাদেশের নাম উচ্চারণ করেননি ধনকড়। তবে তাঁর ইঙ্গিত যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চলতে থাকা অরাজকতা, তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তবে এখানেই থামেননি দেশের উপরাষ্ট্রপতি। ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টার অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘এমন কিছু অশুভ শক্তি রয়েছে যারা সর্বদা চেষ্টা করছে ভারতকে কালিমালিপ্ত করার। তারা আমাদের দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু ভারত মানবাধিকার ইস্যুতে তাদের কাছ থেকে কোনও জ্ঞান নেবে না।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ থেকে লাগাতার হিন্দুদের উপর হামলার ঘটনা প্রকাশ্যে আসে। সম্প্রতি দুর্গা পুজোতে সে দেশের নানা জায়গায় হিন্দু প্রতিমা ভাঙচুর এমনকি মন্দিরও ভাঙচুর করা হয়। আন্তর্জাতিক চাপের মুখে পড়ে হিন্দুদের উপর হামলার ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনও পর্যন্ত মাত্র ১৭ জনকে গ্রেপ্তার করেছে। তবে এই ঘটনা শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেও লাগাতার চলছে হিন্দুদের উপর নির্যাতন। সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে, পাকিস্তানে বসবাসকারী হিন্দু ও খ্রিস্টান মহিলা ও শিশুদের উপর শোষণ ও নিপীড়ন ভয়াবহ আকার নিয়েছে। মহিলাদের অপহরণ ধর্মান্তরের পাশাপাশি ধর্ষণ ও জোর করে বয়স্কদের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে অল্পবয়সি হিন্দু মেয়েদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement