Advertisement
Advertisement

৩,৫০০ টাকা চেয়ে এটিএমে মিলল ৭০,০০০ টাকা

কিন্তু খোয়া যাওয়া টাকা পাওয়া যাবে কেমন করে?

ATM rains cash: Man gets 70k after asking for Rs. 3,500
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 19, 2017 7:20 pm
  • Updated:January 19, 2017 7:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছিল রুমাল, হয়ে গেল বিড়াল! এটিএম থেকে তোলার কথা ছিল মাত্র ৩৫০০ টাকা। কিন্তু বাস্তবে সেই টাকার বদলে যে পরিমাণ টাকা হাতে এল, তা দেখে চক্ষু চড়কগাছ। এটিএম মেশিন থেকে বেরিয়ে এল ৭০,০০০ টাকা!

মঙ্গলবার এই ঘটনায় ঘটেছে রাজস্থানের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে। সেখানকার বাসিন্দা জিতেশ দিবাকর ৩৫০০ টাকা তুলতে চেয়েছিলেন। কিন্তু এটিএম থেকে থেকে ৭০,০০০ টাকা বেরনোয় রীতিমতো হকচকিয়ে যান তিনি। এরপর আর দেরি না করে সোজা ফোন করে গোটা ব্যপারটা জানান সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজারকে। খবর পেয়েই বন্ধ করে দেওয়া হয় এটিএম। কিন্তু যতক্ষণে ব্যাঙ্ক বিষয়টা জানতে পারে ততক্ষণে এই যান্ত্রিক গোলযোগের ফলে ওই এটিএম থেকে ৬ লক্ষ ৭৬ হাজার টাকা বেরিয়ে গিয়েছে।

Advertisement

ব্যাঙ্ক কর্তৃপক্ষের ধারণা, ১০০-র নোটের পরিবর্তে ২০০০-এর নোট বেরিয়ে যাওয়ায় হয়তো এই বিপত্তি ঘটেছে। তবু বিষয়টি ঘটল কী করে তা তদন্ত করে দেখছেন বিশেষজ্ঞরা।

কিন্তু খোয়া যাওয়া টাকা পাওয়া যাবে কেমন করে?

ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যে দু’ঘণ্টার মধ্যে এই বিপর্যয় ঘটেছে ওই দু’ঘণ্টায় কে কে ওই এটিএম থেকে টাকা তুলেছেন তা দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement