Advertisement
Advertisement

OMG! ১০০ চাইলে ৫০০ দিচ্ছে এটিএম!

কোথায় ঘটল এই ঘটনা?

ATM dispenses Rs 500 notes instead of Rs 100, loses Rs 8 lakh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 26, 2016 1:42 pm
  • Updated:December 26, 2016 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএমে টাকা টাকা তুলতে গিয়ে ১০০ টাকা চাইলেন৷ বেরিয়ে এল ৫০০ টাকা৷ চাইলেন ৪০০ টাকা৷ বেরিয়ে এল ৫০০ টাকার কড়কড়ে চারটে নোট৷ আর ঠিক এই ঘটনাকে কেন্দ্র করেই হায়দরাবাদের এক এটিএম হয়ে গেল রাতারাতি বিখ্যাত৷ আর একটু বেশি টাকার আশায় নিমেষে ভিড় জমে গেল এটিএমের সামনে৷ আর আম আদমির চরম উৎসাহে ব্যঙ্কের মার গেল ৮ লক্ষ টাকা৷ হায়দরাবাদে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে৷

জানা গিয়েছে, সামসাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এক এটিএমে এই ঘটনা ঘটে৷ এটিএম মেশিনের যান্ত্রিক গোলযোগের কারণে ১০০ টাকার নোটের বদলে নতুন ৫০০-এর নোট মেশিন থেকে বেরিয়েছে বলে জানা গিয়েছে৷ এই সময় স্থানীয় এক ব্যক্তি এটিএমে টাকা তুলতে গেলে ২৫০০ টাকা চাইলে তাঁর কাছে একটি ২০০০ টাকার নোট এবং পাঁচটি ৫০০ টাকার নোট বেরিয়ে আসে৷ এই বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই উত্তেজনা ছড়ায়৷

Advertisement

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, এই যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাঙ্কের ক্ষতি হয়েছে আট লক্ষ টাকা৷ এই টাকা ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক৷ তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যাঙ্কের যে গ্রাহকরা বেশি টাকা নিয়ে ফেরার হয়েছেন, তাঁদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে৷ পাশাপাশি, অন্য ব্যাঙ্কের গ্রাহকরা এই কাজ করে থাকলে সেই বিষয়েও যথাযথ খোঁজ নেওয়া হবে বলে জানিয়েছে তাঁরা৷ সেই মতো অন্য ব্যাঙ্কের সঙ্গে কথা বলা হবে বলেও জানা গিয়েছে৷ খোয়া যাওয়া ৮ লক্ষ টাকা পুনরুদ্ধার করার জন্য একপ্রকার মরিয়া হয়ে উঠেছে ব্যাঙ্ক৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement