সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এটিএম-এ কার্ড সোয়াইপ করলেন যুবক। ঘড়ঘড় শব্দের পর বেরিয়ে এল গোলাপি রঙের কড়কড়ে দুহাজার টাকার কয়েকটি নোট। কিন্ত নোটগুলি দেখে আক্কেলগুড়ুম হয়ে যায় যুবকের। সঙ্গে সঙ্গে ছোটেন থানার উদ্দেশ্যে। তবে সুরাহা কিছু মেলেনি এবং নোট দেখে হতবাক স্বয়ং পুলিশও।
কী ছিল ওই নোটগুলিতে? দিল্লির সঙ্গমবিহারের এক এটিএম থেকে বেরনো ওই নোটগুলিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরিবর্তে লেখা ছিল ‘চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’। নোটের সিরিয়াল নম্বরের জায়গায় ছাপা শূন্য। শুধু তাই নয়, আরবিআই সিলের পরিবর্তে রয়েছে ‘PK’ লেখা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সুত্রে খবর, ৬ ফেব্রুয়ারি, দুহাজার টাকার, চারটি নোট ওই এটিএম থেকে তুলেছিলেন তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত রোহিত নামের এক যুবক। প্রত্যেকটি নোটই ছিল জাল। এ নিয়ে থানায় অভিযোগও দায়ের করেছেন সেই যুবক।বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.