সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে ঘোষণা করা হয়েছিল পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন আপ নেত্রী অতিশী মারলেনা। সেইমতো শনিবার মুখ্যমন্ত্রী পদে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন অতিশী। যার ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ।
শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সরকারি বাসভবন ‘রাজ নিবাসে’ উপস্থিত হন অতিশী-সহ আপের শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালও। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন অতিশী। এর পর আপের আরও ৫ বিধায়ক একে একে শপথ গ্রহণ করেন। এরা হলেন গোপাল রাই, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গেহলট, ইমরান হুসেন এবং প্রথমবার বিধায়ক হওয়া মুকেশ অহলাওত।
উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ময়দানে বিজেপিকে মহিলা বিরোধী হিসেবে আক্রমণ শানাতে এই ইস্যুকে বার বার হাতিয়ার করতে দেখা গিয়েছে তৃণমূলকে। এবার দিল্লির মুখ্যমন্ত্রী পদে অতিশীর নিযুক্তিতে দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল দেশ। রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূলের মতো বিজেপিকে নারী উন্নয়নের ‘বিরোধী’ আখ্যা দিয়ে এই ইস্যুকে তুলে ধরবে আপ। অবশ্য এর আগে একাধিকবার মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে দেশের রাজধানী দিল্লি। কেজরির আগে কেন্দ্রশাসিত দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। তবে গ্রেপ্তার হলেও মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি তিনি। ইনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হওয়ার পরও মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এর পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে গত ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী পদে ইস্তফার কথা ঘোষণা করেন তিনি। এর পর লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে গিয়ে নিজের ইস্তফাপত্র জমা দেন ও দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম ঘোষণা করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.