করোনাতঙ্ক কাটিয়ে স্বাভাবিক জনজীবনে ফিরছে দেশ। তবে সংক্রমণ এখনও লাগামহীন। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৪৭ লক্ষ ৫৪ হাজার ৩৫৭জন। মৃত্যু হয়েছে ৭৮ হাজার ৫৮৬ জনের। রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ০৫ হাজার ৯১৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,০০৩ জনের। ভ্যাকসিন তৈরির কাজ চলছে জোরকদমে। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১.১৩: করোনায় মৃতদেহ সৎকার নিয়ে বেসরকারি সংস্থার কালোবাজারি রুখতে এবার নিজের মোবাইল নম্বর দিয়ে অভিযোগ জানাতে বললেন বিদায়ী ডেপুটি মেয়র তথা পুরসভার অন্যতম প্রশাসক অতীন ঘোষ। তিনি বলেন, “যদি সরকারি নির্দিষ্ট রেটের বাইরে এক টাকাও কোনও সংস্থা দাবি করে তবে তাঁকে কালো তালিকাভুক্ত করা হবে।” নিজের মোবাইল নম্বরের পাশাপাশি পুরসভার স্বাস্থ্য বিভাগের ওএসডি’র মোবাইল নম্বরও অভিযোগকারীদের সুবিধার্থে দিয়েছেন। নম্বর দু’টি হল – ৯৮৩০৫৫৫১১১ এবং ৯৮৩০০১১০৪১।
রাত ১১.০৯: ঝাড়খণ্ডে আক্রান্ত আরও ১ হাজার ২৬৩ জন।
Jharkhand reports 1,263 new #COVID19 cases and 3 deaths, taking total cases to 62,737 including 48,112 recoveries and 561 deaths. Number of active cases stands at 14,064: State Health Department pic.twitter.com/luFQohicEp
— ANI (@ANI) September 14, 2020
রাত ১০.৫৭: অসমে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৪৪ হাজার ১৬৬ জন।
Assam’s #COVID19 case tally at 1,44,166 with 2,403 fresh positive cases detected in the last 24 hours. The number of active and recovered cases in the state are 30,548 and 1,13,133 respectively. Death toll 482: Assam Government
— ANI (@ANI) September 14, 2020
রাত ১০.৫১: পুদুচেরিতে করোনা আক্রান্ত আরও ৪১৪ জন।
414 new #COVID19 cases, 447 discharges and 9 deaths reported in Puducherry today, taking the total number of cases to 20,226: Health Department, Govt of Puducherry pic.twitter.com/RHS9Yox15i
— ANI (@ANI) September 14, 2020
রাত ১০.৪২: হিমাচল প্রদেশে করোনা সংক্রমিত আরও ৯,৯২৩ জন।
Himachal Pradesh’s #COVID19 tally reaches 9,923. The total number of cases includes 3,663 active cases, 6,167 recoveries and 80 deaths: State Health Department pic.twitter.com/NZLBb4dvnO
— ANI (@ANI) September 14, 2020
রাত ৯.৫৮: ২০২৪ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে করোনা টিকা পাওয়া যাবে না, উদ্বেগ বাড়িয়ে দাবি সেরাম কর্তার।
রাত ৯.৪৪: রাজস্থানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৭৩০।
1,730 new #COVID19 cases & 14 deaths reported in Rajasthan in the last 24 hours, taking state’s positive case tally to 1,04,138 till date, including 86,162 recoveries, 16,726 active cases & 1,250 deaths so far: State Health Department, Rajasthan pic.twitter.com/PrbLWon8im
— ANI (@ANI) September 14, 2020
রাত ৯.৩০: কোভিড আক্রান্ত রোগী। অক্সিজেন স্যাচুরেশন নামছিল দ্রুত। হাঁফরের মতো ওঠানামা করছিল বুক। প্রয়োজন ছিল আইসিইউ বেডের। কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অবসরপ্রাপ্ত আধিকারিক শত খুঁজেও পাননি আইসিইউ বেড। আর তার অভাবেই শেষপর্যন্ত মারা যান বছর চৌষট্টির দেবল সাহা। এ ঘটনায় শিলিগুড়ি আনন্দলোক হাসপাতালের বিরুদ্ধে রাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনে লিখিত অভিযোগ জানান মৃতের ছেলে। ঘটনায় হাসপাতালকে ১০ হাজার টাকা প্রতীকী জরিমানা করা হয়েছে।
রাত ৯.০৬: মুম্বইতে আক্রান্ত আরও ২ হাজার ২৫৬ জন।
2,256 new #COVID19 cases & 31 deaths reported in Mumbai today. The total number of positive cases increases to 1,71,949 in Mumbai, including 31,063 active cases, 1,32,349 recovered cases & 8,178 deaths: Brihanmumbai Municipal Corporation (BMC), Maharashtra pic.twitter.com/MrzWFYiVrH
— ANI (@ANI) September 14, 2020
রাত ৮.৫৬: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ১৭ হাজার ৬৬ জন।
Maharashtra reports 17,066 new #COVID19 cases, 15,789 discharges and 257 deaths today. The total number of cases in the state rises to 10,77,374 including 7,55,850 recoveries and 2,91,256 active cases: Public Health Department, Maharashtra pic.twitter.com/flE1qoZAQF
— ANI (@ANI) September 14, 2020
রাত ৮.৫৫: বাংলায় আক্রান্ত আরও ৩ হাজার ২১১ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের।
রাত ৮.২৭: কর্ণাটকে আক্রান্ত আরও ৮ হাজার ২৪৪ জন।
Karnataka reported 8,244 new COVID-19 cases, 8,865 discharges and 119 deaths today, taking total cases to 4,67,689 including 3,61,823 discharges and 7,384 deaths: State Health Department pic.twitter.com/mrOujPmNJS
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৭.৫০: করোনা দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।
Delhi Deputy Chief Minister Manish Sisodia says, he has tested positive for COVID19 pic.twitter.com/wqG0yTQy75
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৭.৪৪: উত্তরাখণ্ডে নতুন করে আক্রান্ত আরও ১ হাজার ৪৩ জন।
1,043 fresh positive cases detected in the state today. The total case tally stands now at 33,016. The numbers of active and recovered cases in the state are 10,374 and 22,077 respectively: Uttarakhand Government pic.twitter.com/vapRqZYPBo
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৭.৩৪: হরিয়ানায় আক্রান্ত আরও ২ হাজার ৪৮৮ জন।
Haryana reports 2,488 new #COVID19 cases and 25 deaths today, taking the total number of cases to 96,129 including 74,712 recoveries and 1,000 deaths. There are 20,417 active cases: State Health Department pic.twitter.com/b80CbHiFXn
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৭.৩১: কোভিড বিধি মেনে শিলিগুড়ির ইসকন মন্দিরে প্রবেশ পুণ্যার্থীদের।
West Bengal: ISKCON’s Sri Sri Radha Madhava Sundar Mandir in Siliguri reopened for devotees today.
“Thermal screening of devotees is being done and social distancing norms being followed,” says Namakrishna Das, Spokesperson, ISKCON Siliguri. pic.twitter.com/3w6IIvE90R
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৭.০৯: পাঞ্জাবে আক্রান্ত আরও ২ হাজার ৪৯৬ জন।
Punjab records 2,496 new #COVID19 cases, 1,463 recoveries and 70 deaths, taking active cases to 20,690, recoveries to 58,999 and death toll to 2,424: State Health Department pic.twitter.com/wTwU7ExUxY
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৭.০৫: চণ্ডীগড়ে আক্রান্ত আরও ২৫৪ জন।
Chandigarh reports 254 new #COVID19 cases today, taking the total number of cases to 8,245 including 2,847 active cases, 95 deaths and 5,300 discharges: Chandigarh Health Department pic.twitter.com/IchrHhjyht
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৬.৫৮: জম্মু ও কাশ্মীরে আক্রান্ত আরও ১ হাজার ২৯৯ জন।
1,229 new #COVID19 cases reported in Jammu and Kashmir today; 837 from Jammu division and 392 from Kashmir division. Total number of cases now at 55,325 including 18,049 active cases, 36,381 recoveries and 895 deaths: Govt of Jammu and Kashmir pic.twitter.com/4ob0xs65iI
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৬.৪১: অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত আরও ৭,৯৫৬ জন।
7,956 new #COVID19 cases, 9,764 recoveries and 60 deaths reported in Andhra Pradesh today. Total number of cases now at 5,75,079 including 93,204 active cases, 4,76,903 recoveries and 4,972 deaths: State Health Department pic.twitter.com/Wt5yOyo31z
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৬.৩৭: তামিলনাড়ুতে আক্রান্ত আরও ৫,৭৫২ জন।
5,752 new #COVID19 cases, 5,799 discharged cases and 53 deaths reported in Tamil Nadu today. Total number of cases now at 5,08,511 including 46,912 active cases, 4,53,165 discharges and 8,434 deaths: State Health Department
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৬.২৭: মণিপুরে আক্রান্ত আরও ৯৬ জন।
96 new #COVID19 cases, 149 recovered cases & 0 deaths reported in Manipur over the last 24 hours. Total number of cases in the state stands at 7,971 so far, including 1,585 active cases, 6,340 recovered cases & 46 deaths: State Health Department, Govt of Manipur pic.twitter.com/4iIUqUEcxX
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৬.২০: কেরলে একদিনে করোনা আক্রান্ত ২ হাজার ৫৪০ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের।
2,540 new COVID-19 cases, 2,110 recoveries and 15 deaths reported in the state in the last 24 hours. Count of active cases now stands at 30,486, while 79,813 patients have recovered till now. The death toll is at 454: Kerala CM Pinarayi Vijayan pic.twitter.com/78gP0wq6oE
— ANI (@ANI) September 14, 2020
সন্ধে ৬.১৫: দিল্লিতে একদিনে আক্রান্ত ৩ হাজার ২২৯ জন। মৃত্যু হয়েছে ২৬ জনের।
The total number of #COVID19 cases in Delhi rises to 2,21,533 with 3,229 new positive cases and 26 deaths reported today. The numbers of active and recovered cases are 28,641 and 1,88,122, respectively. Death toll 4,770: Delhi Government pic.twitter.com/29TwEGiCzn
— ANI (@ANI) September 14, 2020
বিকেল ৫.৪৫: অক্টোবর-নভেম্বর মাসে ইউরোপে বাড়তে পারে করোনায় মৃত্যু। সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিকেল ৫,২৫: পিছিয়ে গেল ইউজিসির নেট পরীক্ষা। ২৪ সেপ্টেম্বর পরীক্ষা শুরু।
বিকেল ৫.০০: হিমাচল প্রদেশে করোনা আক্রান্ত আরও ৪১ জন।
বিকেল ৪.২০: রোগ এত তাড়াতাড়ি চলে যেতে পারে না। দ্বিতীয় ধাক্কার জন্য তৈরি থাকতে হবে। সাংবাদিক বৈঠকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দুপুর ৩.৩৮: মহারাষ্ট্রে করোনা আক্রান্ত আরও ৩১১ জন পুলিশ কর্মী।
311 police personnel of Maharashtra Police tested positive for #COVID19 & 5 died in the last 24 hours, taking the total number of infections in the force to 19,385 including 3,670 active cases, 15,521 recovered cases and 194 deaths: Maharasthra Police pic.twitter.com/6N0d61NeOR
— ANI (@ANI) September 14, 2020
দুপুর ৩.২৯: আইসিআইসিআই ব্যাংকের প্রাক্তন সিইও চন্দা কোচারের স্বামী দীপক কোচার করোনা আক্রান্ত। ভরতি দিল্লির এইমস হাসপাতালে।
Deepak Kochhar, arrested in connection with ICICI Bank-Videocon Case, tests positive for #COVID19; admitted at AIIMS, Delhi. (File photo) pic.twitter.com/MamdBIbsRx
— ANI (@ANI) September 14, 2020
দুপুর ৩.১৯: মীনাক্ষী লেখি, অনন্ত কুমার হেগড়ে-সহ ১৭ জন সাংসদ করোনা আক্রান্ত।
17 MPs, including Meenakshi Lekhi, Anant Kumar Hegde and Parvesh Sahib Singh, test positive for #COVID19. pic.twitter.com/sZjNbR7fCg
— ANI (@ANI) September 14, 2020
দুপুর ২.১৫: সুস্থতার হারে ব্রাজিলকে টপকে গেল ভারত। ভারতেই এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষ করোনা থেকে সেরে উঠেছেন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, এখনও পর্যন্ত ভারতে ৩৭ লক্ষ ৮০ হাজার ১০৭ জন সুস্থ হয়েছেন।
দুপুর ১.৩৮: হিমাচলে করোনা আক্রান্ত আরও ৪৩ জন।
Himachal Pradesh records 43 new #COVID19 cases & 38 recoveries today, taking the total positive cases in the state to 9,598 so far, including 3,367 active cases, 6,137 recoveries, and 77 deaths: State Health Department, Himachal Pradesh pic.twitter.com/1hdYkc11Va
— ANI (@ANI) September 14, 2020
দুপুর ১.০০: বিশ্বের মধ্যে ভারতে করোনায় মৃত্যু অনেকটাই কম। সংসদে জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
বেলা ১২,০০: সাংসদদের বসেই বক্তব্য পেশের নির্দেশ দিলেন স্পিকার ওম বিড়লা।
বেলা ১১.৫০: মহামারী পরিস্থিতিতে অনলাইনে হাজিরা দিলেন সাংসদরা।
In a first-of-its-kind initiative, MPs register their attendance using the ‘Attendance Register’ App: Lok Sabha Secretariat pic.twitter.com/6RTzqdZFOk
— ANI (@ANI) September 14, 2020
বেলা ১১.৩০: চাহিদা তুঙ্গে। হাওড়া থেকে মুম্বই ও আহমেদাবাদের ট্রেন চলবে সপ্তাহে তিনদিন।
বেলা ১১.২০: করোনা পরিস্থিতি নিয়ে সংসদে বক্তব্য রাখথেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
সকাল ১০.৪০: বাংলাদেশে করোনা ভাইরাস এখনও গোষ্ঠী সংক্রমণ পর্যায়ে রয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে। ভাইরাসটি এমনভাবে ছড়াচ্ছে, যার উৎস জানা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক এই সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং সংবাদ মাধ্যমের কাছে এই অভিমত ব্যক্ত করেছেন।
সকাল ১০.৩০: ইউহানের ল্যাব থেকে ছড়িয়েছে করোন ভাইরাস। দাবি ভাইরোলজিস্ট লি মেং ইয়ানের।
সকাল ১০.১৫: উত্তরাখণ্ডে করোনা পরীক্ষার নতুন নিয়ম কানুন জারি।
All inbound persons to Uttarakhand who are given exemption from institutional & home quarantine by submitting their #COVID19 test result from ICMR authorised lab, not earlier than 96 hrs from time of travel can opt for taking test at border check post on payment: State Chief secy
— ANI (@ANI) September 14, 2020
সকাল ৯.৫৮: সামান্য কমল দেশে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৯২ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ১৩৬ জনের।
India’s #COVID19 case tally crosses 48 lakh mark with a spike of 92,071 new cases & 1,136 deaths reported in the last 24 hours.
The total case tally stands at 48,46,428 including 9,86,598 active cases, 37,80,108 cured/discharged/migrated & 79,722 deaths: Ministry of Health pic.twitter.com/EMvyFJzWiO
— ANI (@ANI) September 14, 2020
সকাল ৯.৩০: সংসদে প্রাক্তন সাংসদ, বিধায়ক, সাংসদের পরিবারের সদস্য-সহ বাকিদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি হল।
Entry of ex-MPs/MLCs/MLAs/personal secretaries/personal assistants/family members/personal guests and visitors accompanying MPs restricted inside the Parliament House till further orders, in view of #COVID19 pandemic.
— ANI (@ANI) September 14, 2020
সকাল ৯.০০: মহামারী আবহেই শুরু লোকসভা অধিবেশন। শুরুতেই শোক প্রস্তাব। তবে প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে আজ ছুটি নয়।
#MonsoonSession of the Parliament begins. pic.twitter.com/d3CfaQT9v1
— ANI (@ANI) September 14, 2020
সকাল ৮.৫২: করোনা পজিটিভ রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তা ছেত্রী।
সকাল ৮.৪৪: সংসদের অধিবেশনে যোগ দিতে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা আবহে সাবধানতার সঙ্গে অধিবেশনের কাজ চালানোর জন্য সাংসদদের আহ্বান। খুব দ্রুতই হাতে আসবে ভ্যাকসিন, করোনাকে হারিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে পৃথিবী, আশা প্রকাশ মোদির। সকলকে জানালেন শুভেচ্ছা।
সকাল ৮.৪২: অধিবেশন শুরুর আগে চলছে সংসদ ভবন স্যানিটাইজেশনের কাজ।
#WATCH Delhi: Sanitization work being undertaken in the Parliament premises ahead of the commencement of #MonsoonSession today. pic.twitter.com/yTP956Uyq9
— ANI (@ANI) September 14, 2020
সকাল ৮.৩৮: করোনা আবহে শুরু সংসদের বাদল অধিবেশন। দিনের প্রথমার্ধ্বে অধিবেশন বসছে লোকসভায়। চলবে ১টা পর্যন্ত। দুপুর ৩টে থেকে রাজ্যসভার অধিবেশন। থাকছে না প্রশ্নোত্তর পর্ব। আলোচনার মুখ্য বিষয় হতে চলেছে করোনা মোকাবিলা, লাদাখ ইস্য়ু, জিডিপি।
Delhi: Monsoon session of Parliament to begin today. pic.twitter.com/w9imOwWaCO
— ANI (@ANI) September 14, 2020
সকাল ৮.১০: চালু ইস্ট-ওয়েস্ট মেট্রোও। ফুলবাগান থেকে গড়াল ট্রেনের চাকা। নতুন নিয়মে মেট্রো সফর যথেষ্ট সহজ, কোনও জটিলতা নেই, জানাচ্ছেন যাত্রীরা।
সকাল ৮: আনলক ৪ পর্বে প্রায় ছ’ মাস পর গড়াল জনসাধারণের জন্য খুলে গেল কলকাতা মেট্রোর দরজা। নতুন নিয়মে অ্যাপের মাধ্য়মে টিকিট বুক করে, সামাজিক দূরত্ববিধি মেনে মেট্রোয় সওয়ার যাত্রীরা। প্রতিটি স্টেশনে স্যানিটাইজেশনের কাজ চলছে জোরকদমে। এত দিন পর ফের মেট্রো সফরে খুশি যাত্রীরা।
সকাল ৭.৪০: আজ থেকে শুরু হচ্ছে কলকাতা মেট্রো পরিষেবা। নোয়াপাড়া স্টেশনের বাইরে সামাজিক দূরত্ব মেনে লাইনে যাত্রীরা।
সকাল ৭: দিল্লিতে খুলে গেল জিম, যোগা সেন্টার। স্বাস্থ্য়বিধি মেনে বহুদিন পর শরীরচর্চায় বাসিন্দারা।
Gyms, yoga institutes allowed to open in Delhi
Read @ANI Story | https://t.co/wwqVAsQ1rT pic.twitter.com/AcHoCLlcaK
— ANI Digital (@ani_digital) September 13, 2020
সকাল ৬.৪২: অসমে নতুন করে করোনা আক্রান্ত ১২৯২। এ নিয়ে মোট আক্রান্ত ১,৪১,৭৬৩ জন। মৃত্যু হয়েছে ৪৬৯ জনের।
1,292 #COVID cases detected today out of 15,515 tests done in the last 24 hours. Total number of cases now at 14,1763 including 1,10,882 recoveries, 30,409 active cases and 4,69 deaths: Assam Health Minister Himanta Biswa Sarma pic.twitter.com/RkcsrFt5u0
— ANI (@ANI) September 13, 2020
সকাল ৬.২০: নয়া পর্যায়ে ফের শুরু ‘বন্দে ভারত মিশন’। আরও ১৬ লক্ষ মানুষকে বিদেশ থেকে ফেরানো হবে বিশেষ বিমানে। জানালেন অসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী।
International flights under #VandeBharatMission, in addition to other modes, facilitate repatriation & outbound travel of more than 16.25 lakh people from different countries: Hardeep Singh Puri, Civil Aviation Minister pic.twitter.com/MDhuqCXSY2
— ANI (@ANI) September 13, 2020
সকাল ৬: করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। ফের তিন সপ্তাহের জন্য দেশে লকডাউন ঘোষণা ইজরায়েলে। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে লকডাউন পর্ব। ঘোষণা প্রধানমন্ত্রী নেতানইয়াহুর।
Israel will enter a three-week nationwide lockdown starting on Friday to contain the spread of the coronavirus after a second- wave surge of new cases, reports Reuters quoting Prime Minister Benjamin Netanyahu (File pic) pic.twitter.com/YRGZIpPZU8
— ANI (@ANI) September 13, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.