Advertisement
Advertisement

Breaking News

Accident

নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপর পড়ল বাস, প্রাণ গেল অন্তত ৪ জনের

জখমও হয়েছেন বেশ কয়েকজন।

At least four people died after a bus fell on a railway track in Rajasthan । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:November 6, 2023 9:31 am
  • Updated:November 6, 2023 9:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপরে পড়ল বাসে। প্রাণ গেল অন্তত চারজনের। রাজস্থানের দৌসার দুর্ঘটনায় জখমও হয়েছেন বেশ কয়েকজন।

রাত ২টো ১৫ মিনিট নাগাদ যাত্রীবাহি বাসটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল। ওই সেতুর নিচেই রেললাইন। বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে পড়ে যায়। বাসে ছিলেন অন্তত ৩০ জন যাত্রী।

Advertisement

[আরও পড়ুন: স্টুডিওয় ঢুকে রেডিওর সঞ্চালককে গুলি! হাড়হিম হত্যাকাণ্ডে কেঁপে উঠল ফিলিপিন্স]

মোট ২৮ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়। জখম হয়েছেন বাকি প্রায় সকলেই। তাঁদের মধ্যে অনেকের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। মহকুমা শাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। বাসচালক মদ্যপ ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: ৪৯ তম সেঞ্চুরি বিরাটের, ‘কেন শুভেচ্ছা জানাব?’ শ্রীলঙ্কা অধিনায়কের মন্তব্যে বিতর্ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement