সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের উপরে পড়ল বাসে। প্রাণ গেল অন্তত চারজনের। রাজস্থানের দৌসার দুর্ঘটনায় জখমও হয়েছেন বেশ কয়েকজন।
রাত ২টো ১৫ মিনিট নাগাদ যাত্রীবাহি বাসটি সেতুর উপর দিয়ে যাচ্ছিল। ওই সেতুর নিচেই রেললাইন। বাসটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনে পড়ে যায়। বাসে ছিলেন অন্তত ৩০ জন যাত্রী।
মোট ২৮ জন যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজনের মৃত্যু হয়। জখম হয়েছেন বাকি প্রায় সকলেই। তাঁদের মধ্যে অনেকের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। মহকুমা শাসক ঘটনাস্থল পরিদর্শন করেন। বাসচালক মদ্যপ ছিলেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
#WATCH Rajasthan: Four people died, and several injured after a bus lost its control and fell on the railway track near Dausa Collectorate Circle. All the injured have been taken to the hospital. (05/11) pic.twitter.com/Xge5qLT9My
— ANI (@ANI) November 6, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.