Advertisement
Advertisement
Two double-decker private buses collided with each other in UP

দু’টি বাসের মুখোমুখি ধাক্কায় উত্তরপ্রদেশে মৃত অন্তত ৮, টুইটে দুঃখপ্রকাশ যোগীর

দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

At least eight people died after two double-decker private buses collided with each other in UP’s Purvanchal Expressway । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 25, 2022 9:39 am
  • Updated:July 25, 2022 10:09 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি বেসরকারি বাসের মুখোমুখি ধাক্কা। ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৮জনের। জখম আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ঘটনায় টুইটে দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।

সোমবার সকালে বিহার থেকে দিল্লিগামী ওই বাস দু’টি যাচ্ছিল। লখনউ থেকে ৩০ কিলোমিটার দূরে বারাবাঁকি জেলায় দু’টি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তাতে প্রাণ হারান অন্তত ৮ জন। জখম ২০ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের লখনউয়ের ট্রমা সেন্টারে ভরতি করা হয়েছে। সেখানেই চলছে চিকিৎসা।

Advertisement

[আরও পড়ুন: শেষ মুহূর্তে বদল, রাজ্য সরকারের বঙ্গবিভূষণ প্রাপকের তালিকা থেকে বাদ অমর্ত্য সেনের নাম]

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি টুইটে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। টুইটে তিনি লেখেন, “পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় প্রাণহানি খুবই দুঃখজনক ঘটনা। প্রশাসনিক আধিকারিকদের দুর্ঘটনাগ্রস্তদের পাশে থাকা এবং আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।”

এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরাও আকস্মিকতায় হতবাক। আতঙ্কে কাঁটা হয়ে গিয়েছেন তাঁরা।  

[আরও পড়ুন: দুর্গাপুরে সংশোধনাগারের পাঁচিল টপকে পলাতক ৩ আসামী, চাঞ্চল্য পুলিশ মহলে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement