সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Ghaziabad) মোদিনগরের একটি কারখানা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত সাতজন। চারজনের অবস্থা আশঙ্কাজনক।
রবিবার দুপুরে আমচকা বিকট শব্দ শুনতে পান ওই মোমবাতি তৈরির কারখানার আশেপাশের বাসিন্দারা। তারপরই জানা যায় কারখানাতেই হয়েছে বিস্ফোরণ। ভিতরে থাকা কমপক্ষে সাতজনের এখনও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনায় আহত হয়েছেন চারজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। গাজিয়াবাদের জেলাশাসক অজয় শংকর পাণ্ডে এ খবর নিশ্চিত করেছেন।
उ.प्र. CM ने गाजियाबाद के मोदीनगर के बखरवा गांव में मोमबत्ती कारखाने में आग लगने की घटना में DM एवं वरिष्ठ पुलिस अधीक्षक को मौके पर पहुंचकर घटना के घायलों को तत्काल राहत पहुंचाने के निर्देश दिए हैं और घटनास्थल की जांच कर आज शाम तक रिपोर्ट प्रस्तुत करने को कहा है: उत्तर प्रदेश CMO https://t.co/IP7vHb8SmG pic.twitter.com/eYZWst7J3R
— ANI_HindiNews (@AHindinews) July 5, 2020
ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ ও দমকলকর্মীরা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ভিতরে এখনও কেউ আটকে রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঠিক কীভাবে বা কী থেকে এই বিস্ফোরণ ঘটল, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ছুটির দিনে হঠাৎই এমন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী হয়েছে দেখতে, কারখানার কাছে ভিড় জমান সাধারণ মানুষ। এদিকে, গোটা ঘটনা খতিয়ে দেখে আজ সন্ধের মধ্যেই জেলাশাসক ও পুলিশ আধিকারিকের থেকে রিপোর্ট তলব করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী সরকারের তরফে মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার। তাঁদের পরিবার পিছু দেওয়া হবে ৫০ হাজার টাকা।
A magisterial inquiry has been ordered into the matter. An ex gratia of Rs 4 lakhs each will be provided to the kin of the deceased. Free treatment and Rs 50,000 each as financial aid will be provided to injured: Ajay Shankar Pandey, District Magistrate Ghaziabad https://t.co/mQ75csmyG9 pic.twitter.com/wqTMe3LSQ8
— ANI UP (@ANINewsUP) July 5, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.