ছবি: সংগৃহীত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বিপর্যস্ত মণিপুর। ভয়াবহ বন্যায় কার্যত ভেসে গিয়েছে উত্তর-পূর্বের রাজ্যটি। অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃত এবং আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষিত হয়েছে। প্রসঙ্গত, গত রবিবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল।
জানা গিয়েছে, রাজধানী ইম্ফল-সহ বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার দাপটে। রেমালের (Cyclone Remal) ল্যান্ডফলের পর থেকে এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয়েছে মণিপুরে। ফলে ইম্ফলের পার্শ্ববর্তী নদীর জলস্তর বেড়েছে। ইম্ফল পূর্ব ও পশ্চিম- দুই জেলায় বিপদসীমার উপর দিয়ে বইছে নদী। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা মোতায়েন করা হয়েছে এই দুই জেলায়।
রাজ্যের একটি স্থানীয় সংবাদপত্রের দাবি, বন্যার ফলে ৫ জনের মৃত্যু হয়েছে মণিপুরে (Manipur)। যদিও সরকারিভাবে ৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছে। আহত হয়েছেন আরও ১৩ জন। সবমিলিয়ে ১ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যার জেরে। শুক্রবার বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।
পরে নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, “বন্যা পরিস্থিতির খবর নিতে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিপর্যস্ত মণিপুরের জন্য গভীরভাবে উদ্বিগ্ন তিনি।” মণিপুরের জন্য সমস্তরকম সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। ইতিমধ্যেই বন্যা দুর্গত মণিপুরের জন্য বিশেষ আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.