Advertisement
Advertisement
Uttar Pradesh

হরিদ্বার যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক্টর উলটে মৃত ৭ শিশু-সহ অন্তত ১৫ তীর্থযাত্রী

আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

At least 15 Killed As Tractor Falls In Pond In Uttar Pradesh | Sangbad Pratidin

ঘটনাস্থলে ভিড় স্থানীয়দের।

Published by: Sulaya Singha
  • Posted:February 24, 2024 1:02 pm
  • Updated:February 24, 2024 1:12 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কাসগঞ্জে ভয়ংকর পথ দুর্ঘটনা। প্রাণ গেল সাত শিশু-সহ অন্তত ১৫ জন তীর্থযাত্রীর। গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, মাঘী পূর্ণিমা উপলক্ষে হরিদ্বারে গঙ্গাস্নানের জন্য ট্রাক্টরে করে যাচ্ছিলেন যাচ্ছিলেন গ্রামের বাসিন্দারা। কদরগঞ্জে যাওয়ার পথেই কাসগঞ্জে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায় ওই ট্রাক্টরটি। আলিগঞ্জ রেঞ্জের শালাভ মাথুর দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে বেশিরভাগই শিশু এবং মহিলা। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই নিয়ন্ত্রণ হারান ট্রাক্টরের চালক। সঙ্গে সঙ্গে তা উলটে কর্দমাক্ত পুকুরে গিয়ে পড়ে।

Advertisement

[আরও পড়ুন: ভোটে প্রভাবিত করতে পারেন আমলারা! লোকসভা নির্বাচনকে নজরে রেখে বড় পদক্ষেপ কমিশনের]

এমন ঘটনা ঘটতেই স্থানীয়রা ভিড় জমান। খবর দেওয়া হয় পুলিশ। দেহগুলি উদ্ধার করা হয়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি।

পুলিশ আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শেষ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আহতদের যাতে চিকিৎসায় কোনও গাফিলতি না হয়, সেই বিষয়টিও সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

[আরও পড়ুন: যোগীরাজ্যে অমিল চাকরি, ডিগ্রি পুড়িয়ে আত্মঘাতী যুবক, বিজেপিকে তোপ অখিলেশের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement