Advertisement
Advertisement
Manipur

মণিপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলা, পালটা জবাবে খতম ১১ কুকি জঙ্গি

সোমবার জিরিবাম জেলায় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় কুকি জঙ্গিরা। পালটা জবাব দেয় আধা সেনাও। দুপক্ষের গুলির লড়াইয়ে ১১ কুকি জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে সূত্রের খবর।

At least 11 suspected militants killed in gunfight with security forces in Manipur's Jiribam

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:November 11, 2024 7:10 pm
  • Updated:November 11, 2024 7:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গুলির লড়াইয়ে উত্তপ্ত মণিপুর। সোমবার জিরিবাম জেলায় সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় কুকি জঙ্গিরা। পালটা জবাব দেয় আধা সেনাও। দুপক্ষের গুলির লড়াইয়ে ১১ কুকি জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন বলে সূত্রের খবর। গোটা এলাকা ঘিরে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনার জেরে কারফিউ জারি করা হয়েছে ওই এলাকায়।

নিরাপত্তা বাহিনীর এক সিনিয়র আধিকারিকের দাবি অনুযায়ী, এদিন জিরিবাম জেলার বোরোবাকেরা এলাকায় বেশকিছু বাড়িতে আগুন লাগায় জঙ্গিরা। এর পর জিরিবাম জেলার বোরোবাকেরা পুলিশ স্টেশনকে নিশানা করে তারা। সেখান থেকে সিআরপিএফের ক্যাম্পে হামলার চেষ্টা চালায় জঙ্গিরা। এই ঘটনার পর পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী। গুলির লড়াইয়ে মৃত্যু হয় ১১ জন জঙ্গির। মৃত জঙ্গিদের কাছ থেকে ৪টি এসএলআর, ৩টি একে ৪৭, একটি আরপিজি-সহ বিপুল পরিমাণ গোলাগুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই হামলায় আহত সিআরপিএফ জওয়ানকে এয়ারলিফট করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকায় কারফিউ জারি করে জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, জঙ্গিদের নিশানায় ছিল ওই এলাকায় থাকা একটি ত্রাণ শিবির।

Advertisement

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে একের পর এক হামলার ঘটনা ঘটেছে এই জিরিবাম জেলায়। শনিবার রাতে জিরিবাম জেলায় জাইরাওন নামে এক গ্রামে মেতেই সশস্ত্র গোষ্ঠী আরাম্বাই টেঙ্গল এবং ইউএনএলএফের হামলায় এক কুকি মহিলা নিহত হয়েছিলেন। এর পর রবিবার কুকি জঙ্গিরা এক মেতেই মহিলাকে খুন করে। পূর্ব ইম্ফল জেলার থামনাপোকপি, ইয়াইঙ্গাংপোকপি, সাবুংখোক এবং সানসাবি-সহ বিভিন্ন এলাকায় মেশিনগান, রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিয়ে হামলা চলে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উপর। সোমবারও মণিপুরের বিভিন্ন এলাকায় দফায় দফায় হামলার খবর পাওয়া যায়। এরই মাঝে জঙ্গিদের বিরুদ্ধে বড় অভিযান চালাল নিরাপত্তাবাহিনী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement