Advertisement
Advertisement

Breaking News

‘কোনও সমঝোতা নয়, পাক অধীকৃত কাশ্মীর আমাদেরই’

যে কোনও বিষয়ে আলোচনার পথ খোলা আছে বলে এদিনের বৈঠকে জানান প্রধানমন্ত্রী৷

At all-party meet PM Modi says PoK is ours
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 6, 2017 12:38 pm
  • Updated:February 6, 2017 12:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও সমঝোতা নয়৷ কোনও বাইরের তদন্তও নয়৷ পাক অধীকৃত কাশ্মীর আমাদেরই৷ সোমবার সর্বদলীয় বৈঠকে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

৩ লক্ষ টাকার বেশি নগদে লেনদেন করলে কত জরিমানা হবে জানেন?

পাক অধীকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলেছিল পাকিস্তান৷ এই মর্মে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি চিঠিও লেখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনকে৷ তার উত্তরেই ভারত সরকারের কাছে চিঠি পাঠায় কমিশন৷ সত্যিই পাক অধীকৃত কাশ্মীরে কোনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কিনা, তা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়৷ সে কথা বৈঠকে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ যদিও আজকের বৈঠকে এই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে৷ সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বাইরের কোনও তদন্তের প্রয়োজন নেই৷ পাকিস্তানের বিরুদ্ধে অবস্থানের কোন সমঝোতারও দরকার নেই৷ পাক অধীকৃত কাশ্মীর যে ভারতেরই, তা এদিন জোর দিয়ে জানিয়ে দেন প্রধানমন্ত্রী৷

Advertisement

যুদ্ধকালীন তৎপরতায় ২০,০০০ কোটি টাকার গোলাবারুদ পাচ্ছে সেনা

এদিন প্রতিটি রাজনৈতিক দলই কোনওরকম বাইরের তদন্তে সায় দেয়নি৷ দেশের অভ্যন্তরীণ কাজকর্মে তা প্রভাব ফেলতে পারেই বলে সকলে একমত হয়েছেন৷ তবে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, আমাদের দেশের মানবাধিকার রক্ষার দল প্রয়োজন হলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে পারে৷

তবে যে কোনও বিষয়ে আলোচনার পথ খোলা আছে বলে এদিনের বৈঠকে জানান প্রধানমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement