Advertisement
Advertisement

জ্যোতিষীর অনুমান কন্যা, অ্যাসিড হামলার মুখে সন্তানসম্ভবা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষী অনুমান কন্যা সন্তান৷ আর সেই অনুমানের জেরেই নিজের পরিবারের সদস্যদের হাতেই অ্যাসিড হামলার মুখে পড়তে হল এক গৃহবধূকে৷ অন্ধ্রপ্রদেশের নেলোর সাক্ষী থাকল এই অমানবিক ঘটনার৷আরও পড়ুন:মমতায় ইন্ডিয়ার ‘মুখ’ দেখছেন মণিশংকর! অস্বস্তিতে কংগ্রেসফের সেই বদায়ুঁ, গণধর্ষণ ও জালিয়াতির অভিযোগে বিজেপি বিধায়কের বিরুদ্ধে FIR Advertisement জানা যাচ্ছে, ২০১৪ সালে বিয়ে হয় গিরিজার৷  বছর […]

Astrologer Predicts A Girl Child, In-Laws Attack Pregnant Woman With Acid
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 2:41 pm
  • Updated:September 2, 2016 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্যোতিষী অনুমান কন্যা সন্তান৷ আর সেই অনুমানের জেরেই নিজের পরিবারের সদস্যদের হাতেই অ্যাসিড হামলার মুখে পড়তে হল এক গৃহবধূকে৷ অন্ধ্রপ্রদেশের নেলোর সাক্ষী থাকল এই অমানবিক ঘটনার৷

জানা যাচ্ছে, ২০১৪ সালে বিয়ে হয় গিরিজার৷  বছর দেড়েকের এক কন্যাসন্তান রয়েছে তাঁর৷ দ্বিতীয়বার তিনি সন্তানসম্ভবা হলে পরিবারের প্রত্যাশা ছিল পুত্রসন্তানের৷ পুলিশ সূত্রে খবর,  গিরিজাকে মাসখানেক আগে এক জ্যোতিষীর কাছে নিয়ে যায় তাঁর শাশুড়ি৷ সেখানে জ্যোতিষী জানায়, আবারও কন্যা সন্তান হতে চলেছে গিরিজার৷ এরপর থেকেই পরিবারে নিজের জায়গা হারাতে থাকেন গিরিজা৷ জানা যাচ্ছে, গত ১৯ আগস্ট ঘুমন্ত অবস্থায় গিরিজার শরীরে অ্যাসিড ছোড়ে তাঁর শাশুড়ি ও ননদ৷ প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন৷ বেশ কিছুদিন পর গত ২৬ আগস্ট ঘটনাটি পুলিশের নজরে আসে৷ এরপরই গিরিজার স্বামী ও শ্বশুরেকে গিরিজাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়৷

Advertisement

অন্ধপ্রদেশে কন্যা সন্তানের জন্মহার এমনিতেই কম৷ এই ঘটনা লিঙ্গবৈষম্যের সেই পরিস্থিতি যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল৷ প্রশ্ন তুলে দিল প্রকাশ্যে অ্যাসিড বিক্রি নিয়েও৷ সুপ্রিম আদেশে প্রকাশ্যে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ হলেও, নিয়ম ভাঙা হচ্ছে ব্যাপকভাবে৷ তাই অ্যাসিড হামলার ঘটনা কিছুতেই আটকানো যাচ্ছে না৷ কী ধরনের অ্যাসিড গিরিজার উপর ছোড়া হয়েছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে৷ প্রাথমিক ভাবে অনুমান, কেরোসিন ও অন্যান্য রাসায়নিকের মিশ্রণই ব্যবহার করা হয়েছিল৷ অ্যাসিড হামলা রুখতে প্রশাসনকে যে আরও কঠোর হতে হবে, এ ঘটনা তার ইঙ্গিত দিচ্ছে৷ পুলিশ জানিয়েছে, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন গিরিজা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement