Advertisement
Advertisement
Vinesh Phogat

তিনটি গাড়ি, জমি, মোট কত সম্পত্তির মালকিন ভিনেশ ফোগাট?

মনোনয়নপত্রে নিজের সম্পত্তির উল্লেখ করেছেন তারকা কুস্তিগির।

Assets of Vinesh Phogat mentioned in nomination filing
Published by: Anwesha Adhikary
  • Posted:September 12, 2024 1:33 pm
  • Updated:September 12, 2024 1:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুস্তি ছেড়ে সদ্য নেমেছেন রাজনীতির ময়দানে। প্রার্থী হয়েছেন হরিয়ানার বিধানসভা নির্বাচনে। এবার প্রকাশ্যে এল ভিনেশ ফোগাটের সম্পত্তির বিবরণ। তারকা কুস্তিগিরের মনোনয়নপত্রে দেখা গিয়েছে, তিনটি গাড়ি রয়েছে তাঁর। তবে একটি গাড়ির জন্য এখনও ঋণ মেটাচ্ছেন ভিনেশ। তাঁর স্বামী সোমবীর রাঠির নামেও রয়েছে একটি গাড়ি। উল্লেখ্য, কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর ছড়িয়েছিল যে অলিম্পিকের পরে ভিনেশ ফোগাটের সম্পত্তি প্রায় সাতগুণ বেড়েছে!

[আরও পড়ুন: মহামেডানে ম্যাকলারেনের সতীর্থ, রোনাল্ডোর দেশের ফুটবলারকে ঘিরে উচ্ছ্বাস সাদা-কালো শিবিরে

অলিম্পিকের ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল ভিনেশের। যদিও তিনি দেশে ফিরে ‘চ্যাম্পিয়ন’-এর সম্মানই পেয়েছেন। তার পর ভূপিন্দর সিং হুডার সঙ্গে দেখা করেন। শম্ভু সীমান্তে কৃষকদের অবস্থানে যোগ দিয়েছিলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করেন ভিনেশ। সেটা যে ভিনেশের কংগ্রেসে যোগদান ও প্রার্থী হওয়ার দিকে ইঙ্গিত করছে, তা আঁচ করতে পেরেছিল ওয়াকিবহাল মহল। অবশেষে সেটাই বাস্তব হয়। তিনি টিকিট পান। বুধবার জুলানা কেন্দ্র থেকে হাত প্রতীক নিয়ে মনোনয়ন জমা দেন ভিনেশ। জয়ের ব্যাপারে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী।

Advertisement

মনোনয়ন জমা দেওয়ার পরেই প্রকাশ্যে এসেছে ভিনেশের সম্পত্তির খতিয়ান। সেখানে বলা হয়েছে, সব মিলিয়ে ২ কোটি টাকার স্থাবর সম্পত্তি রয়েছে ভিনেশের। সোনিপতে একটি জমি রয়েছে তাঁর। গ্যারাজে রয়েছে তিনটি গাড়ি। ভলভো এক্সসি ৬০, হুন্ডাই ক্রেটা এবং টয়োটা ইনোভা গাড়ির মালকিন তিনি। এই গাড়িগুলোর মূল্য যথাক্রমে ৩৫ লক্ষ, ১২ লক্ষ এবং ১৭ লক্ষ টাকা। এর মধ্যে ইনোভা গাড়ি কেনার জন্য ১৩ লক্ষ টাকার ঋণ এখনও রয়েছে ভিনেশের কাঁধে। ১৯ লক্ষ টাকার একটি মহীন্দ্রা স্করপিও গাড়ি রয়েছে ভিনেশের স্বামী সোমবীর রাঠির নামে। গত অর্থবর্ষে মোট ১৩ লক্ষ ৮৫ হাজার আয় করেছেন তারকা কুস্তিগির। আপাতত তাঁর হাতে রয়েছে ১ লক্ষ ৯৫ হাজার টাকা নগদ।

[আরও পড়ুন: গ্রুপ পর্বে অপরাজিত, কলকাতা লিগের সুপার সিক্সে নতুন চ্যালেঞ্জের মুখে ইস্টবেঙ্গল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement