চলছে ৫ রাজ্যের বিধানসভার ভোটগণনা। লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের ফলাফলের দিকে নজর গোটা দেশের। দেশের সবচেয়ে বড় রাজ্যের ক্ষমতায় ফের বিজেপি। পাঞ্জাব হাতছাড়া কংগ্রেসের, ক্ষমতায় এল অরবিন্দ কেজরিওয়ালের আপ। গোয়া, মণিপুর, উত্তরাখণ্ডেও বিজেপির জয়জয়কার। দেখে নিন ভোটের ফলাফলের যাবতীয় খুঁটিনাটি:
রাত ৯.০২: ”৫ রাজ্যের নির্বাচনী ফলাফল ইতিবাচক। প্রত্যেক বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা। আগামী ৫ বছরের মধ্যে উত্তরপ্রদেশে লড়াইয়ের জন্য দলকে তৈরি করছি।” বললেন উদ্ধবপুত্র আদিত্য ঠাকরে।
I congratulate all those who have won including AAP in Punjab. We are taking the results positively. We will expand our party base in UP and will see good results after 5 years. There will be no effect of the results on Mahavikas Aghadi: Maharashtra Minister Aaditya Thackeray pic.twitter.com/ur0RvDaWSK
— ANI (@ANI) March 10, 2022
সন্ধে ৮.৪৬: পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি। দলের সাংগঠনিক সংস্কারের দাবি তুললেন শশী থারুর।
After Cong’s humiliating defeat in Assembly elections, Tharoor calls for reform in organisational leadership
Read @ANI Story | https://t.co/4ld5rZ7Dq2#AssemblyElectionResults2022 pic.twitter.com/tKRWtT84zo
— ANI Digital (@ani_digital) March 10, 2022
সন্ধে ৮.১০: ‘২০২২-এর উত্তরপ্রদেশের ফলাফল চব্বিশের লোকসভা নির্বাচনের রাস্তা দেখিয়ে দিল। এই সরকার গরিবদরদী, গরিবকল্যাণেই জোর দিয়ে থাকে।‘ পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে বক্তব্য প্রধানমন্ত্রীর।
সন্ধে ৮.০৫: ‘কোটি কোটি মা-বোনেরা আমাদের সুরক্ষাকবচ। তাঁদের সমর্থন আমাদের আশীর্বাদ। দেশের মহিলা মহল বিজেপিকেই ভরসা করে’, মন্তব্য প্রধানমন্ত্রীর।
সন্ধে ৮. ০২: দেশের চার প্রান্তের রাজ্যেই বিজেপির জয়জয়কার। চারদিক থেকে মানুষ আশীর্বাদ করেছেন। ভাষণে বললেন মোদি।
সন্ধে ৮: উত্তরাখণ্ডে পরপর দু বার বিজেপি সরকার গড়তে চলেছে, এটা দলের নতুন ইতিহাস। গোয়াবাসীও তৃতীয়বার কাজের সুযোগ করে দিয়েছেন বিজেপিকে। মন্তব্য মোদির।
All exit polls have been proved wrong in Goa…BJP has scripted new history in Uttarakhand- for the first time a party has come for a second consecutive term in the state: PM Modi on Assembly results in 5 states- UP, Uttarakhand, Manipur, Goa and Punjab pic.twitter.com/9Un4k6Z88P
— ANI (@ANI) March 10, 2022
সন্ধে ৭.৪৯: উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন মোদির। ”আজ গণতন্ত্রের উৎসবের দিন। আজ থেকেই শুরু হোক আগাম হোলি”, বললেন প্রধানমন্ত্রী।
সন্ধে ৭.২৫: দিল্লিতে বিজেপির সদর দপ্তরে নরেন্দ্র মোদি। পুষ্পে পুষ্পে তাঁকে এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে স্বাগত জানালেন কর্মী, সমর্থকরা।
#WATCH | Prime Minister Narendra Modi addresses party workers at BJP HQ in Delhi#AssemblyElections2022 https://t.co/OtqqxIUldv
— ANI (@ANI) March 10, 2022
সন্ধে ৬.৩৩: উত্তরপ্রদেশে গেরুয়া বিপ্লবের জেরে কলকাতার রাজপথে মিছিল বিজেপির। ঢাকুরিয়া, সেলিমপুরে কর্মী, সমর্থকদের উচ্ছ্বাস। মিষ্টি বিতরণ শুভেন্দু অধিকারীর।
সন্ধে ৬.১২: চার রাজ্যে বিজেপির জয়জয়কারের পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরের বিদায়ী মুখ্যমন্ত্রীদের অভিনন্দন জানালেন অমিত শাহ।
Union Home Minister & BJP leader Amit Shah congratulates chief ministers of Uttar Pradesh, Uttarakhand, Manipur and Goa & thank voters for reposing their faith in the BJP. pic.twitter.com/jJNMxJIIfi
— ANI (@ANI) March 10, 2022
সন্ধে ৬: ‘এটা মোদির জয়, সুশাসনের জয়, উন্নয়নের প্রতিফলন’, বক্তব্যে বললেন যোগী।
বিকেল ৫.২৩: জয়ের পর কর্মী, সমর্থকদের সঙ্গে নিয়ে লখনউয়ের বিজেপি পার্টি অফিসে যোগী আদিত্যনাথ।
#WATCH | CM Yogi Adityanath and other BJP leaders play holi, celebrate and greet party workers at the party office in Lucknow.#UttarPradeshElections pic.twitter.com/DDaXwjSNAx
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 10, 2022
বিকেল ৫.০০: গোরক্ষপুর আসন থেকে ঐতিহাসিক জয় যোগী আদিত্যনাথের। ১ লক্ষ ২ হাজার ব্যবধানে জিতলেন তিনি।
বিকেল ৪.২৩: ‘কংগ্রেস প্রাসঙ্গিকতা হারিয়েছে। এবার তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া উচিত।’ ৫ রাজ্যে হাতশিবিরের হতশ্রী দশা দেখে মন্তব্য বাংলার মন্ত্রী ফিরহাদ হাকিমের।
দুপুর ৩.৪৭: ‘মানুষের রায় মাথা পেতে নিলাম, এই ফলাফল থেকে শিখব আমরা।’ ভোটের ফল প্রকাশের পর বললেন রাহুল গান্ধী।
দুপুর ৩.১৬: পাঞ্জাবের সরকারি দপ্তরে আর মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না। জয়ের পরই ঘোষণা ভগবন্ত মানের।
দুপুর ২.১৮: কংগ্রেস প্রার্থীর কাছে পরাজিত উত্তরাখণ্ডের বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
দুপুর ২.০৬: দু’টি আসনেই পরাজিত হলেন পাঞ্জাবের বিদায়ী মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি।
দুপুর ১.৪৮: গোয়ার বিজেপি সরকারকে সমর্থনের কথা ঘোষণা করলেন বিচোলিম বিধানসভা কেন্দ্রের ড. চন্দ্রকান্ত শেট্টি। বিজেপির দাবি, ৩ নির্দল প্রার্থীই গেরুয়া শিবিরকে সমর্থন করেছে। তাঁদের সঙ্গে নিয়ে সৈকত রাজ্যে সরকার গড়বে বিজেপি।
#GoaElections2022 | Dr Chandrakant Shetye, an independent candidate from the Bicholim constituency declares support to Bharatiya Janata Party
— ANI (@ANI) March 10, 2022
দুপুর ১.১৮: পাঞ্জাবের ধুরি কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান।
#PunjabElections2022 | AAP CM candidate Bhagwant Mann and his mother Harpal Kaur share an emotional moment as they greet the party workers and supporters in Sangrur. pic.twitter.com/mqmDnB6g72
— ANI (@ANI) March 10, 2022
দুপুর ১.১৩: গোয়ায় একাই লড়তে চেয়েছিল তৃণমূল। নিজেরাই হাত বাড়িয়েছে MGP। এখন ভোটের ফলাফল দেখে তারা শিবির বদল করার সিদ্ধান্ত নিলে দায় তৃণমূলের নয়। প্রতিক্রিয়া তৃণমূলের মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষের।
দুপুর ১.০৭: গোয়ায় নির্দল এবং মহারাষ্ট্র গোমন্তক পার্টিকে সঙ্গে নিয়ে সরকার গড়বে বিজেপি। দাবি করলেন গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত।
BJP will form the government in Goa; We will take MGP and independent candidates with us, says Goa CM and BJP leader Pramod Sawant pic.twitter.com/L7wZLTS5mV
— ANI (@ANI) March 10, 2022
দুপুর ১.০০: মণিপুরে একক বৃহত্তম দল বিজেপি।
দুপুর ১২.৩৮: গোয়ায় রাজ্যপালের কাছে যাচ্ছে বিজেপি।
দুপুর ১২,২৩: পাতিয়ালায় পরাজিত ক্যাপ্টেন অমরিন্দর সিং।
দুপুর ১২.০০: পাঁচ রাজ্যে বিজয় মিছিলের অনুমতি দিল নির্বাচন কমিশন।
সকাল ১১.৫০: এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, উত্তরপ্রদেশে বিজেপি ২৭৪, সপা ১১৮, বিএসপি ৪, কংগ্রেস ৪ এবং অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে। পাঞ্জাবে আপ ৯০, কংগ্রেস ১৬. অকালি ৭, বিজেপি ৩ এবং অন্যান্য ১টি আসনে এগিয়ে। উত্তরাখণ্ডে বিজেপি ৪২, কংগ্রেস ২৪, বিএসপি ২ এবং অন্যান্যরা ২টি আসনে এগিয়ে। মণিপুরে বিজেপি ২৩, কংগ্রেস ১০, এনপিপি ১৩, এনপিএফ ৬টি আসনে এগিয়ে। গোয়ায় বিজেপি ১৭, কংগ্রেস ১৩, আপ ৩, তৃণমূলের জোট ৪ এবং অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে।
সকাল ১১.৩৮: ৫ রাজ্যেই বড় ধাক্কা কংগ্রেসের। তাদের এই ফলকে কটাক্ষ করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের কটাক্ষ, “বিলুপ্ত হওয়ার পথে কংগ্রেস। তাদের তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া উচিত।”
সকাল ১১.৩০: পাঁচ রাজ্যে কার্যত নিশ্চিহ্ন কংগ্রেস। ইভিএমে কারচুপির অভিযোগ তুলে দিল্লির রাস্তায় কংগ্রেস।
Congress workers protest against EVM, outside party office in Delhi as counting for the #AssemblyElections continues. The party is trailing in all five states as per the latest official trends by the Election Commission. pic.twitter.com/8Ltemk5wrW
— ANI (@ANI) March 10, 2022
সকাল ১১.২৫: উত্তরাখণ্ডে ৪৪ আসনে এগিয়ে বিজেপি। ২২ আসনে এগিয়ে কংগ্রেস।
BJP comfortably crosses the majority mark, now leads on 44; Congress leads on 22 as official trends for all 70 seats for #UttarakhandElections2022 come out. pic.twitter.com/OujAVD1cKc
— ANI (@ANI) March 10, 2022
সকাল ১১.১৬: দুর্নীতিবাজ, বহিরাগতদের প্রত্যাখ্যান করেছে গোয়ার মানুষ। যারা রাজ্যবাসীর জন্য কাজ করেছে তাঁদেরই ভোট দিয়েছেন মানুষ। বলছেন গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত।
#GoaElections | We will sweep this Goa election. People have rejected scamsters, outsiders. They have voted for a party that works for the people of Goa: BJP leader Vishwajit Rane
“Party leadership will decide,” he says, on being asked if Pramod Sawant will continue as the CM. pic.twitter.com/C7bJ4NErfD
— ANI (@ANI) March 10, 2022
সকাল ১০.৪৫: নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, গোয়ায় ১৮ আসনে এগিয়ে বিজেপি। ১২ আসনে কংগ্রেস এগিয়ে। ৩০০ ভোটে এগিয়ে রয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত।
Official trends for all 40 seats in Goa out; BJP leading on 18, Congress on 12. CM Pramod Sawant leading by over 300 votes so far in Sanquelim. Majority mark in the state – 21.#GoaElections pic.twitter.com/LQD4cJiI96
— ANI (@ANI) March 10, 2022
সকাল ১০.৩০: ৪ রাজ্যে বিজেপি ক্ষমতায় ফেরার ইঙ্গিত মিলতেই চাঙ্গা শেয়ার বাজার। বাজার খুলতেই ১৪০০ পয়েন্ট উঠল সেনসেক্স।
Sensex jumps over 1400 points, trading at 56,050; Nifty trading at 16,745
— ANI (@ANI) March 10, 2022
সকাল ১০.২৯: পাঞ্জাবে ৫ আসনে এগিয়ে বিজেপি।
সকাল ১০.১৫: গোয়ায় এগিয়ে তৃণমূলের চার্চিল আলেমাও।
সকাল ১০.০৪: উত্তরপ্রদেশের যশবন্ত নগর পিছিয়ে সপার শিবপাল যাদব।
#UttarPradeshElections2022 | Shivpal Singh Yadav, who has been given ticket by Samajwadi Party, trails from Jaswantnagar Assembly constituency, as per EC trends
(file pic) pic.twitter.com/NHPhNalYk3
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 10, 2022
সকাল ১০.০১: লখিমপুর খেরি এবং হাথরাস এলাকার সমস্ত আসনে এগিয়ে বিজেপি।
সকাল ৯.৪৭: উত্তরপ্রদেশে সপাকে পিছনে ফেলে দু’শোর বেশি আসনে এগিয়ে বিজেপি। পাঞ্জাবে ম্যাজিক ফিগার পার আপের। উত্তরাখণ্ডে অনেকটা এগিয়ে গেরুয়া শিবির। গোয়া এবং মণিপুরে চলছে লড়াই। তবে চমক দিয়ে গোয়ায় ৫ আসনে এগিয়ে তৃণমূল জোট।
Aam Aadmi Party (AAP) crosses the majority number of 59 in Punjab, currently leading on 64 seats as counting for #PunjabElections, as per EC. pic.twitter.com/3WFpreZpOH
— ANI (@ANI) March 10, 2022
সকাল ৯.৩০: দ্বিতীয় রাউন্ডের গণনা শুরুতেই পাঞ্জাবে পিছিয়ে গেলেন সিধু।
Amritsar East Assembly constituency, Punjab | Navjot Singh Sidhu trailing at second place, SAD’s Bikram Majithia at third place, in the second round of counting, as per Election Commission
— ANI (@ANI) March 10, 2022
সকাল ৯.২৭: নির্বাচন কমিশন বলছে, মণিপুরে ৬টি আসনে এগিয়ে বিজেপি। জেডি (ইউ)র দল এগিয়ে ২টি এবং কংগ্রেস এগিয়ে ১টি আসনে।
সকাল ৯.২০: পাতিয়ালায় পিছিয়ে পড়েছেন পাঞ্জাব লোক দলের প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিং।
সকাল ৮.৫৬: উত্তরপ্রদেশে গোরক্ষপুর আসনে এগিয়ে যোগী আদিত্যনাথ, কারহাল থেকে এগিয়ে অখিলেশ যাদব। গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত এগিয়ে রয়েছে। পাঞ্জাবে প্রাথমিকভাবে পিছিয়ে পড়লে পরে এগিয়ে গিয়েছেন নভজ্যোৎ সিং সিধু।
সকাল ৮.৫১: মণিপুরে বিজেপি ১৪, কংগ্রেস ১৩ এবং এনপিপি ৪ আসনে এগিয়ে।
সকাল ৮.৫০: গোয়ায় বিজেপি ও কংগ্রেস দুজনেই এগিয়ে ১৬টি করে আসনে। তৃণমূল নেতৃত্বাধীন জোট এগিয়ে ৪ আসনে।
সকাল ৮.৪৯: উত্তরাখণ্ডে বিজেপি ৩৬, কংগ্রেস ২২, আপ ১ আসনে এগিয়ে।
সকাল ৮.৪৮: পাঞ্জাবে আম আদমী পার্টি এগিয়ে ৩৪ আসনে। কংগ্রেস এগিয়ে ২০টিতে। অকালি দল এগিয়ে ৪টিতে এবং বিজেপি এগিয়ে ২ আসনে।
সকাল ৮.৪৭: উত্তরপ্রদেশে ১০৫ আসনে এগিয়ে বিজেপি। সপা এগিয়ে ৭৫ আসনে।
সকাল ৮.৩১: পাঞ্জাবে পিছিয়ে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী নভজ্যোৎ সিং সিধু।
সকাল ৮.২৯: গোয়া ভোটগণনার শুরুর পরই শ্রী দত্ত মন্দিরে পুজো দিতে গেলেন বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত।
#GoaElections2022 | Goa CM Pramod Sawant offers prayers at Sri Datta Temple as the countdown begins for the results of the Goa Assembly polls pic.twitter.com/IW47rDjMbf
— ANI (@ANI) March 10, 2022
সকাল ৮.২৬: গোয়ায় তৃণমূল জোট এগিয়ে ৩টি আসনে। এর মধ্যে তৃণমূল এগিয়ে একটি আসনে।
সকাল ৮.১৫: মণিপুরে বিজেপি এগিয়ে ৮ আসনে, কংগ্রেস এগিয়ে ৩টি আসনে।
সকাল ৮.১৩: গোয়া ৩টি আসনে এগিয়ে বিজেপি।
সকাল ৮.১১: পাঞ্জাবে কংগ্রেস ৬ টি আসনে এগিয়ে, আপ এগিয়ে ৪টিতে। অকালি দল এগিয়ে একটি আসনে।
সকাল ৮.০৭: উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে ১০ আসনে। কংগ্রেস এগিয়ে ৭টি আসনে।
সকাল ৮.০৫: ভোটবাক্স খুলতেই উত্তরপ্রদেশে ২৫ আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে ১৮ আসনে।
সকাল ৮.০০: ৫ রাজ্যের ভোটগণনা শুরু।
Counting of votes begin for Assembly elections in five States including Uttar Pradesh pic.twitter.com/i27mN8EoIv
— ANI (@ANI) March 10, 2022
সকাল ৭.৪৫: এবারের নির্বাচনের ভোটগণনা শুরুর আগে একবার দেখে নেওয়া যাক গতবার এই পাঁচ রাজ্যে কেমন ফল করেছিল কোন দল।
উত্তরপ্রদেশে বিজেপি পেয়েছিল ৩২৫, এসপি এবং কংগ্রেসের জোটের দখলে ছিল ৫৪, বিএসপি ১৯ এবং অন্যান্যরা পেয়েছিল ৫।
পাঞ্জাবে কংগ্রেসের দখলে ছিল ৭৭, অকালি ও বিজেপির জোট ১৮, আপ ২০ এবং অন্যান্য ২।
উত্তরাখণ্ডে বিজেপি পেয়েছিল ৫৭টি আসন, কংগ্রেস ১১ এবং অন্যান্যরা ২।
মণিপুরে কংগ্রেসের দখলে ছিল ২৮ আসন, বিজেপি ২১, তৃণমূল ১ অন্যান্য ১০।
গোয়া কংগ্রেস ১৮, বিজেপি ১৩, এমজিপি ৩ এবং অন্যান্য ৬
সকাল ৭.৪০: ভোট গণনা শুরুর আগে পাঁচ রাজ্যের ভোট আসন আর ম্যাজিক ফিগার দেখে নেওয়া যাক এক ঝলকে। উত্তরপ্রদেশে মোট আসন ৪০৩। ম্যাজিক ফিগার ২০২। পাঞ্জাবে রয়েছে ১১৭টি আসন। ম্যাজিক ফিগার ৫৯। উত্তরাখণ্ডের মোট আসন ৭০, ম্যাজিক ফিগার ৩৬। মণিপুরে মোট আসন ৬০, ম্যাজিক ফিগার ৩১। গোয়ায় মোট আসন ৪০, ম্যাজিক ফিগার ২১।
সকাল ৭.৩০: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের ভোটের ফল রাজনৈতিক দলগুলির কাছে কার্যত লিটমাস টেস্ট। উত্তরপ্রদেশে কি ফের যোগীরাজ নাকি গড়াবে সাইকেলের চাকা? নাকি সকলকে চমক দিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সরকার গড়বে কংগ্রেস? পাঞ্জাব কি ধরে রাখতে পারবে কংগ্রেস নাকি তাক লাগাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমী পার্টির উত্থান? গোয়ায় ফুটবে ঘাসফুল নাকি পদ্মঝড়ই ভবিষ্যত? মণিপুর আর উত্তরাখণ্ডের রাশই বা থাকবে কার হাতে? আর কয়েক ঘণ্টার মধ্যে স্পষ্ট হয়ে যাবে ফলাফল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.