Advertisement
Advertisement
Assembly Polls 2021

তামিলনাড়ুর মসনদে স্ট্যালিন, পুদুচেরি দখল করল এনডিএ

পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ুও অধরা বিজেপির!

Assembly Polls 2021: Congress and DMK won in Tamil Nadu and NDA grabs victory in Puducherry । Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 2, 2021 8:06 pm
  • Updated:May 2, 2021 11:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক্সিট পোলের হিসেব বলেছিল তামিলনাড়ুতে (Tamil Nadu) বিধানসভা নির্বাচনে (Assembly Polls 2021) জিততে চলেছে ডিএমকে-কংগ্রেস (DMK-Congress) জোট। শেষ পর্যন্ত সেই ভবিষ্যদ্বাণীই সত্যি হল। রাজ্যের মসনদে বসল তারাই। যদিও তাদের কড়া টক্কর দিয়েছে এআইএডিএমকে-বিজেপি জোট। কিন্তু পশ্চিমবঙ্গের মতোই এখানেও সম্ভবত সাফল্য অধরাই থেকে গেলগেরুয়া শিবিরের। এদিকে পুদুচেরিতে ক্ষমতা দখল করল এনডিএ জোট। প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর দল তথা এনআর কংগ্রেসকে সঙ্গী করে কেন্দ্রশাসিত অঞ্চলে জয়লাভ করল বিজেপি (BJP)।

গণনা শুরু হওয়ার পর ট্রেন্ড থেকে পরিষ্কার হয়ে যেতে থাকে, ডিএমকে-কংগ্রেস জোটের জয় কেবল সময়ের অপেক্ষা। শেষ পর্যন্ত তাই হল। এখনও পর্যন্ত ১৪৮টি আসনে এগিয়ে তারা। অন্যদিকে এআইএডিএমকে-বিজেপি জোট রয়েছে ৮৬-তে। অন্যদিকে পুদুচেরিতে (Puducherry) ১৪টিতে এগিয়ে যায় বিজেপি। কংগ্রেস-ডিএমকে জোট এগিয়ে ৫টিতে।

Advertisement

[আরও পড়ুন: ফের রক্তাক্ত আফগানিস্তান, আত্মঘাতী জেহাদির হামলায় মৃত অন্তত ২১]

এবার তামিলনাড়ুতে ডিএমকের জয়ের ফলে এক দশক পরে ক্ষমতায় ফিরল তারা। নির্বাচনের আগে থেকেই প্রচারে ঝড় তুলেছিল দুই প্রধান পক্ষই। যদিও আচমকাই এআইএডিএমকে জোটসঙ্গী বিজেপি সম্পর্কে জানিয়ে দেয়, দুই দলের মধ্যে মতাদর্শগত অনেক পার্থক্য থাকলেও ভোটে জিততেই তারা জোট বেঁধেছে। এই মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক ঘনিয়েছিল। এছাড়াও কমল হাসানের মক্কল নিধি মাইয়াম তথা এমএনএমের দিকেও সকলের নজর ছিল। কিন্তু দক্ষিণী তারকার দল কিংবা তাদের জোটসঙ্গীরা খাতাই খুলতে পারেনি।

এদিকে জয়ের আগাম আঁচ পেয়ে দুপুর থেকেই চেন্নাইয়ে ডিএমকে সদর দপ্তরে ভিড় জমাতে থাকেন সমর্থকরা। করোনা পরিস্থিতিতেও সমস্ত বিধিনিষেধকে উপেক্ষা করে জয়োল্লাস করতে শুরু করেন তাঁরা। এতে বিরক্ত হন এমকে স্ট্যালিন। দলীয় কর্মীদের সংযত হতে ও কোভিড বিধি মেনে চলার আরজি জানান মুখ্যমন্ত্রী হতে চলা বর্ষীয়ান নেতা।

[আরও পড়ুন: শ্রমিক দিবসে রণক্ষেত্র ফ্রান্স, প্যারিসের রাজপথে হাজার হাজার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement