Advertisement
Advertisement
Assembly Elections 2022

পাঁচ রাজ্যের ফলের পর গেরুয়াময় ভারতের মানচিত্র, এক নজরে দেখে নিন কার দখলে কোন রাজ্য

দেশে কার্যত নিশ্চিহ্ন কংগ্রেস।

Assembly Elections 2022: Here is the political map of India right now | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:March 10, 2022 5:55 pm
  • Updated:March 10, 2022 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্য বিজেপির। উত্তরপ্রদেশ (UP Election 2022) থেকে শুরু করে মণিপুর দেশের সব প্রান্তেই জয়জয়কার গেরুয়া শিবিরের। কিন্তু বিজেপির (BJP) এই বিরাট জয়ের পর দেশের রাজনৈতিক মানচিত্রের কী ছবি? ক’টি রাজ্যে কারা এগিয়ে? দেখে নেওয়া যাক এক নজরে।

এই মুহূর্তে দেশের মোট ১২টি রাজ্যে এককভাবে ক্ষমতায় বিজেপি। বিজেপির জোটসঙ্গীরা ক্ষমতায় আছে আরও ৬টি রাজ্যে। কংগ্রেসের (Congress) দখলে রয়েছে মাত্র দু’ টি রাজ্য। আর তিনটি রাজ্যে ক্ষমতায় আছে কংগ্রেসের জোটসঙ্গীরা। আম আদমি পার্টির দখলে আছে ২টি রাজ্য। তৃণমূল, টিআরএস, ওয়াইএসআর কংগ্রেস, বিজেডি ক্ষমতায় আছে একটি করে রাজ্যে।

Advertisement

[আরও পড়ুন: পাঁচ রাজ্যে কার্যত নিশ্চিহ্ন কংগ্রেস, উত্তরপ্রদেশে মুখ পোড়ালেন প্রিয়াঙ্কাও]

Political-Map

জম্মু ও কাশ্মীর: রাষ্ট্রপতি শাসন
হিমাচল প্রদেশ: বিজেপি
পাঞ্জাব: আম আদমি পার্টি
দিল্লি: আম আদমি পার্টি
হরিয়ানা: বিজেপি জোট
উত্তরাখণ্ড: বিজেপি
উত্তরপ্রদেশ: বিজেপি
রাজস্থান: কংগ্রেস
গুজরাট: বিজেপি
মধ্যপ্রদেশ: বিজেপি
বিহার: বিজেপি জোট (বিজেপি+জেডিইউ+ভিআইপি+হাম)
ঝাড়খণ্ড: কংগ্রেস জোট (জেএমএম+কংগ্রেস)
পশ্চিমবঙ্গ: তৃণমূল কংগ্রেস
অরুণাচল প্রদেশ: বিজেপি
অসম: বিজেপি
নাগাল্যান্ড: বিজেপি জোট (এনডিপিপি+বিজেপি)
মেঘালয়: বিজেপি জোট (এনপিপি+বিজেপি)
মণিপুর: বিজেপি জোট
মিজোরাম: বিজেপি জোট
ত্রিপুরা: বিজেপি
সিকিম: বিজেপি জোট (এসএনএফ+বিজেপি)
ছত্তিশগড়: কংগ্রেস জোট
ওড়িশা: বিজেডি
তেলেঙ্গানা: টিআরএস
অন্ধ্রপ্রদেশ: ওয়াইএসআর কংগ্রেস পার্টি
মহারাষ্ট্র: কংগ্রেস জোট (শিব সেনা+কংগ্রেস+ এনসিপি)
গোয়া: বিজেপি জোট
কর্ণাটক: বিজেপি
তামিলনাড়ু: কংগ্রেস জোট (ডিএমকে)
কেরল: বামফ্রন্ট
পুদুচেরি: বিজেপি জোট (বিজেপি+এআইএডিএমকে)

[আরও পড়ুন: ‘জাতীয় স্তরে কংগ্রেসের বিকল্প আমরাই, প্রধানমন্ত্রী হবেন কেজরিওয়াল’, হুঙ্কার আম আদমি পার্টির]

স্বাধীনতার পর দীর্ঘ সময় পর্যন্ত দেশে প্রকৃত সর্বভারতীয় দল হিসাবে ধরা হত শুধু কংগ্রেসকে। এমনকী বিজেপিকেও দীর্ঘসময় শুধু উত্তর ভারতের দল বলে মনে করা হত। প্রকৃতপক্ষেই ২০১৪ সালের আগে পর্যন্ত বিজেপি উত্তর ভারতের গণ্ডি পেরোতে পারেনি। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীনও নয়। কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর সব হিসাব যেন বদলে গেল। কংগ্রেসকে সরিয়ে বিজেপি প্রকৃত সর্বভারতীয় দলের সেই স্থানটি দখল করে নিল। এই মুহূর্তে দক্ষিণ ভারত ছাড়া দেশের প্রায় সব প্রান্তই বিজেপিময়। কোথাও কোথাও গেরুয়া ঔদ্ধত্যের বিরুদ্ধে লড়াই করছে আঞ্চলিক দলগুলি। আর কংগ্রেস আজ প্রান্তিক শক্তি। আঞ্চলিক দলগুলির হাত ধরে ঘুরে দাঁড়ানোর দিবাস্বপ্ন দেখছে হাত শিবির।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement