Advertisement
Advertisement
Rahul Gandhi

‘বিজেপি নামের ভয় ও বিভ্রান্তির জাল ছিঁড়েছে’, উপনির্বাচনে INDIA-র সাফল্যে বার্তা রাহুলের

৭ রাজ্যের ১৩টি বিধানসভা উপনির্বাচনে শাসকের ঘরে গিয়েছে মাত্র ২টি আসন।

Assembly bypoll result: Rahul Gandhi says web of 'fear and confusion' woven by BJP broken

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:July 13, 2024 11:54 pm
  • Updated:July 13, 2024 11:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ-সহ সাতটি রাজ্যের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসকের ঘরে গিয়েছে মাত্র ২টি আসন। ১০টি আসনে জয় পেয়েছে ইন্ডিয়া জোট। বিধাসভা উপনির্বাচনে এই বিপুল সাফল্যের পর প্রথম প্রতিক্রিয়া দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘বিজেপি নামের ভয় ও বিভ্রান্তির জাল ছিঁড়ে টুকরো হয়েছে।’

লোকসভা নির্বাচনে বিজেপিকে জোর ধাক্কা দেওয়ার পর শনিবার দেশের ১৩টি বিধাসভা উপনির্বাচনে ফল প্রকাশ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে, ১৩টি আসনের মধ্যে মাত্র ২টি পেয়েছে বিজেপি, ১০টি আসন গিয়েছে ইন্ডিয়ার ঝুলিতে ও একটি পেয়েছে নির্দল। এর পরই এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে রাহুল গান্ধী লেখেন, ‘৭ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট করে দিয়েছে দেশে বিজেপি নামের ভয় বিভ্রান্তির জাল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কৃষক, শ্রমিক, যুবক থেকে শুরু করে ব্যবসায়ী কিংবা চাকরিজীবী, সমাজের প্রতিটি ক্ষেত্রেই মানুষই চেয়েছেন স্বৈরাচারী মানসিকতা ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠা করতে। জীবনের সার্বিক উন্নতি এবং সংবিধান রক্ষার জন্য এখন প্রতিটি মানুষই ইন্ডিয়া জোটের পক্ষে। জয় হিন্দুস্তান। জয় সংবিধান।’

Advertisement

[আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে একঝাঁক সেলিব্রিটির সঙ্গে দেখা, কাকে মিস করলেন মমতা?]

এদিন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসার পর দেখা যায় বাংলায় রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলার উপনির্বাচনে জয়ী হয়েছে ঘাসফুল শিবির। পাঞ্জাবের পশ্চিম জলন্ধর কেন্দ্রে জয়ী হয়েছেন আপ প্রার্থী। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শীতল আঙ্গুরালকে ৩৭ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। হিমাচলের হামিরপুরে হাজার দেড়েক ভোটে বিজেপি জিতলেও সেরাজ্যের দুটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে হাত শিবির। তামিলনাড়ুতে জয়ী ডিএমকে। আবার বিহারের রুপৌলিতে জেডিইউকে হারিয়ে জয়ী নির্দল প্রার্থী।

উল্লেখ্য, ২০২৪ এর লোকসভা নির্বাচনে এনডিএ জোটের জন্য ৪০০ পারের টার্গেট বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে বিজেপির টার্গেট ছিল ৩৭০। তবে বাস্তবে দেখা যায় ২৪০ আসনে থমকে গিয়েছে গেরুয়া শিবির। এনডিএ-র জোট শরিকদের সঙ্গে নিয়ে সরকার গঠন করতে হয়েছে নরেন্দ্র মোদিকে। লোকসভায় ব্যাপকভাবে সংখ্যাবৃদ্ধি হয়েছে বিরোধীদের। এবার লোকসভা পরবর্তী প্রথম পরীক্ষাতেও ‘ডাহা ফেল’ করল শাসক শিবির।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement