Advertisement
Advertisement

Breaking News

Sajjan Jindal

পেন্টহাউসে ডেকে অভিনেত্রীকে ধর্ষণ! শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে এফআইআর

সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জিন্দাল।

Assault case filed against industrialist Sajjan Jindal। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 17, 2023 5:00 pm
  • Updated:December 17, 2023 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিল্পপতি সজ্জন জিন্দালের বিরুদ্ধে এক অভিনেত্রীকে ধর্ষণের (Assault) অভিযোগে দায়ের হল এফআইআর। জেএসডবলিউ গ্রুপের কর্ণধারের বিরুদ্ধে মোট তিন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে জিন্দাল জানিয়েছেন, এহেন অভিযোগ মিথ্যে, ভিত্তিহীন!

যিনি অভিযোগ করেছেন তিনি মুম্বইয়ের বাসিন্দা। তাঁর দাবি, গত ফেব্রুয়ারিতে বান্দ্রা কুর্লা কমপ্লেক্স থানায় তিনি অভিযোগ দায়ের করলেও পুলিশ পাত্তা দেয়নি। এর পর তিনি বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন। অবশেষে উচ্চ আদালতের নির্দেশে দায়ের হল এফআইআর।

Advertisement

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলায় বিজেপি সাংসদের বিরুদ্ধে পদক্ষেপ! স্পিকারকে চিঠি দিল্লি পুলিশের]

ঠিক কী অভিযোগ করেছেন ওই মহিলা? অভিযোগ, ২০২১ সালে জিন্দালের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। দুবাইয়ে আইপিএলের একটি ম্যাচে দুজনেই ছিলেন ভিআইপি বক্সে। পরে সম্পর্ক অনেক দূরে গড়িয়ে যায়। জিন্দাল (Sajjan Jindal) নাকি প্রতিশ্রুতিও দেন তাঁকে বিয়ে করার। এর পরই ২০২২ সালের ২৪ জানুয়ারি নিজের পেন্টহাউসে তাঁকে যৌন হেনস্থা করেন জিন্দাল। অভিযোগকারিণীর আরও দাবি, জিন্দাল পরে কৃতকর্মের জন্য ক্ষমা চান। কিন্তু যত সময় গড়ায় তিনি হুমকি দিতে থাকেন। মহিলার ফোন নম্বর ব্লকও করে দেন।

আদালতের শুনানিতে আইনজীবী রিজওয়ান মার্চেন্ট বলেন, এক থানা থেকে অন্য থানায় ছুটে বেড়াতে হয়েছে ওই মহিলাকে। কিন্তু এফআইআর দায়ের হয়নি। বিচারপতিদের বেঞ্চ সমন পাঠায় সংশ্লিষ্ট থানাগুলির সিনিয়র পুলিশ অফিসারদের।

[আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়ালেন ঈশান! কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement