Advertisement
Advertisement

১৭ জন আইপিএসের নামে ভুয়ো অ্যাকাউন্ট, যুবকের কীর্তিতে হতবাক পুলিশ

বোঝো কাণ্ড!

Assam youth with 17 fake facebook accounts arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2018 5:32 pm
  • Updated:July 22, 2018 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে বাড়ছে সাইবার ক্রাইম। ফেক নিউজের বাড়বাড়ন্তে রীতিমতো উদ্বিগ্ন প্রশাসনও। কিন্তু এবার যে ঘটনা সামনে এল জানলে চোখ কপালে উঠব আপনারও। একটা, দু’টো নয় মোট ১৭ জন আইপিএস অফিসারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছিল যুবক। এদের মধ্যে রয়েছেন একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকও। অসমের গুয়াহাটির ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস।

[বিজেপিকে হঠাতে কৌশলগত জোটের পক্ষে সওয়াল কংগ্রেসের]

সোশ্যাল মিডিয়া এবং বৈদ্যুতিন যন্ত্রের প্রতি আসক্ত সুলেমান ইব্রাহিম আলি। বছর তিরিশের ওই যুবক বেকার। নেহাত মজা করার জন্য, এবং সময় কাটানোর জন্যই নাকি পুলিশ আধিকারিকদের ফেক প্রফাইল বানাতো সে। যে সমস্ত আধিকারিকদের প্রোফাইল সুলেমান বানিয়েছিল, তাদের মধ্যে ছিলেন ডিজিপি কুলাধার সাইকিয়া এবং গুয়াহাটির পুলিশ কমিশনার হীরেন নাথের মত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পুলিশের প্রাথমিক ধারণা, ইব্রাহিম প্রথমে পুলিশ আধিকারিকদের ফেক প্রফাইল তৈরি করত। তারপর সেই প্রোফাইলগুলিকে নিজের ফ্রেন্ডলিস্টে অ্যাড করত। আসলে, বন্ধুদের মধ্যে নিজের গুরুত্ব বাড়াতেই এই কাণ্ড ঘটিয়েছে ওই বেকার যুবক।

Advertisement

[রাহুলের আলিঙ্গনের ছবিতেই প্রচার, অমিতের সফরের আগে পোস্টার মুম্বইয়ে]

গত জুন মাসে প্রথম ডিজিপির ফেক প্রফাইলের সন্ধান পায় গুয়াহাটি পুলিশ। তখনই, ফেসবুকের কাছে ওই প্রোফাইলের উৎস সম্পর্কে তথ্য চায় গুয়াহাটি পুলিশ। ফেসবুকের দেওয়া তথ্য থেকেই সুলেমানের খোঁজ পায় পুলিশ। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৪৭ টি মোবাইল, ১৩ টি ট্যাবলেট এবং ১৫ টি সিমকার্ড। শুধু ১৭ জন পুলিশ আধিকারিকই নয়, নিজের নামেও অন্তত ৬ টি ফেসবুক প্রোফাইল খুলে রেখেছিল ওই যুবক। ফেক মোবাইল নাম্বার দিয়েও খোলা হয়েছিল প্রোফাইল। এত কাণ্ড সে নেহাতই মজা করার জন্য করেছে বলে দাবি করলেও এর পিছনে কোনও গভীর উদ্দেশ্য আছে কি না খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই, ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে গুয়াহাটি পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement