Advertisement
Advertisement

Breaking News

Congress

‘ভদকা খাও?’, জানতে চেয়েছিলেন কংগ্রেস যুব সভাপতি, বিস্ফোরক দলেরই যুবনেত্রী

অভিযোগ সত্ত্বেও দলের হাইকমান্ড নীরব, অভিযোগ অঙ্কিতার।

Assam Youth Congress chief Angkita Dutta accused IYC president Srinivas BV and secretary in-charge Vardhan Yadav of harassment। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 19, 2023 1:34 pm
  • Updated:April 19, 2023 1:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অস্বস্তিতে কংগ্রেস (Congress)। যুব কংগ্রেসের জাতীয় সভাপতি শ্রীনিবাস বিভি ও সম্পাদক বর্ধন যাদবের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ আনলেন অসমের (Assam) যুব কংগ্রেস সভাপতি অঙ্কিতা দত্ত। তাঁর দাবি, এবিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েও লাভ হয়নি। খোদ রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রায় বিষয়টি নিয়ে তিনি জানিয়েছিলেন বলে দাবি অঙ্কিতার। কিন্তু এরপরও হাই কমান্ড যেভাবে নিষ্ক্রিয়তা দেখিয়েছে তাতে তিনি বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় অঙ্কিতাকে বলতে শোনা গিয়েছে, রায়পুরের প্লেনারি অধিবেশনের সময় শ্রীনিবাস তাঁকে ‘এই মেয়েটা’ বলে সম্বোধন করেছিলেন, ড. দত্ত কিংবা সভাপতি বলে নয়। পরে তিনি নাকি অঙ্কিতার কাছে জানতে চান, ”কী খাও তুমি? ভদকা খাও?” অঙ্কিতা জানাচ্ছেন, ”আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। এতটাই হতভম্ব হয়ে গিয়েছিলাম যে কথা বলতে পারিনি।” তাঁর অভিমানে ভরা মন্তব্য, ”আমার ঠাকুর্দা, বাবা ও আমি- আমরা সবাই কংগ্রেস সভাপতি থেকেছি এই রাজ্যে। আমি কোনও ভাবেই দল ছাড়তে চাই না। চাইলে আমাদের ছুঁড়ে ফেলা হোক, কিন্তু তখনও দলকেই ভালবাসব।”

Advertisement

[আরও পড়ুন: দেশে একদিনে করোনার বলি ৩৮, অ্যাকটিভ কেস ৬৩ হাজার! মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের]

পাশাপাশি অঙ্কিতার তোপ, ”শ্রীনিবাস ও বর্ধন যাদবের মতো মানুষরা দলকে ধ্বংস করে দিচ্ছে। ওরা রাজ্য রাজনীতিকে শেষ করছে। গত বছরের আগস্ট থেকে এটা শুরু হয়েছে।” এই পরিস্থিতিতে তিনি কি বিজেপিতে যোগ দেবেন? এপ্রসঙ্গে অঙ্কিতা জানিয়েছেন, চাইলে আগস্টেই তিনি তা করতে পারতেন।

[আরও পড়ুন: ‘তৃণমূলে কোনওদিন ছিলাম না, বিজেপির হয়েই কাজ করতে চাই’, দাবি মুকুল রায়ের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement