রাস্তায় সবজি বিক্রি হবু বিধায়কের স্বামীর।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের পাঁচ আসনে উপনির্বাচনে বঙ্গাইগাঁও কেন্দ্রে জয়ী হয়েছেন অসম গণপরিষদের (অগপ) প্রার্থী দীপ্তিময়ী চৌধুরী। রবিবার তাঁর বিজয় উৎসবে দেখা গেল বেনজির দৃশ্য। একদিকে দীপ্তিময়ী যখন রাস্তায় বিজয় মিছিল করছেন, অন্যদিকে ওই রাস্তাতেই সবজি বিক্রি করতে দেখা গেল তাঁর স্বামী ফণীভূষণ চৌধুরীকে। ইনি আবার একজন সাংসদ।
মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা পাশাপাশি শনিবার দেশের ১৫টি রাজ্যের ৪৮টি আসনে ছিল উপনির্বাচনের ফলপ্রকাশ। এই তালিকায় ছিল অসমের ৫টি আসন। যেখানে সবকটি আসনেই জিতেছে বিজেপি ও তার সহযোগী দল অগপ। এর মধ্যে বঙ্গাইগাঁও কেন্দ্রে এবার জয়ী প্রার্থী অগপ-র দীপ্তিময়ী চৌধুরী। কংগ্রেসের ব্রজেঞ্জিত সিংকে ৩৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি। তাঁর জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা দীপ্তিময়ীকে সঙ্গে নিয়ে বের হন বিজয় মিছিলে। যে পথে এই বিজয় মিছিল যাওয়ার কথা সেখানেই অপেক্ষা করছিলেন বরপেটা কেন্দ্রের সাংসদ দীপ্তিময়ীর স্বামী ফণীভূষণ। বিজয় মিছিল সে পর্যন্ত আসতে দেরি হওয়ায় পাশের এক সবজি দোকানে বসে পড়তে দেখা যায় তাঁকে।
শুধু তাই নয়, সবজি দোকানে বসে বিক্রেতাকে সরিয়ে নিজেই সবজি বিক্রি করতে শুরু করে দেন তিনি। ভিভিআইপি সাংসদকে এমন রূপে দেখে আশ্চর্য হয়ে যান এলাকাবাসী। তবে তাতে অবশ্য কোনও ভ্রূক্ষেপ দেখা যায়নি ফণীভূষণের। একেবারে পাকা দোকানির মতো বিক্রিবাটায় মন দেন তিনি। এরই মাঝে সেখানে উপস্থিত হয় বিজয় মিছিল। তখন অবশ্য দোপানপাঠ ছেড়ে মিছিলে যোগ দেন তিনি।
উল্লেখ্য, অসমের বরপেটা কেন্দ্রের সাংসদ ফণীভূষণ। অগপ-র শীর্ষস্থানীয় নেতাদের অন্যতম তিনি। তবে দাপুটে সাংসদ হলেও ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদামাটা মানুষ তিনি। সাধারণ স্কুটি চড়ে এলাকায় মাঝে মধ্যেই ঘুরতে দেখা যায় তাঁকে। এহেন সাংসদকে সবজি বিক্রেতার ভূমিকায় দেখে অবশ্য খুব বিশেষ অবাক হননি তাঁর পরিচিতরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.