Advertisement
Advertisement
Assam TMC

TMC in Assam: অসমে জোরদার লড়াইয়ে তৃণমূল, মূল্যবৃদ্ধির প্রতিবাদে অনশনে কর্মসূচি শুরু দলীয় নেতৃত্বের

গুয়াহাটির চচলে গান্ধীজির ছবি সামনে রেখে অনশনে তৃণমূলের নেতা, কর্মীরা।

Assam TMC leaders joins hunger strike protest on price hike | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 23, 2022 1:48 pm
  • Updated:May 23, 2022 4:37 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: মূল্যবৃদ্ধির বোঝায় নাজেহাল আমজনতা। প্রতিদিন একটু একটু করে বাড়তে বাড়তে গগনচুম্বী নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম। যার মধ্যে রয়েছে ওষুধের (Medicines) মতো প্রাণদায়ী দ্রব্যও। কেন্দ্রীয় নীতির কারণেই এমন পরিস্থিতি। এই অভিযোগ তুলে এবার অনশন আন্দোলনে নামল অসম তৃণমূল কংগ্রেস (Assam TMC)। সোমবার সকাল থেকে গুয়াহাটিতে ধরনা মঞ্চ তৈরি করে অনশনে বসেছেন দলের নেতা, কর্মীরা। সকলের হাতে পোস্টার, ব্যানার। তাতে মূল্যবৃদ্ধি বিরোধী স্লোগান লেখা।

সোমবার সকালে রাজধানী গুয়াহাটি (Guwahati) চচল এলাকায় তৈরি ধরনা মঞ্চে হাজির তৃণমূল নেতা, কর্মীরা। তাঁদের প্রত্যেকের গলায় দলীয় উত্তরীয়। ধরনা মঞ্চের সামনে মহাত্মা গান্ধীর ছবি। সঙ্গে পোস্টারে লেখা – ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই দাম কমানো হোক অবিলম্বে, রোগীদের জীবন দেওয়া হোক। কোনও পোস্টারে আবার পেট্রল, ডিজেলের মূল্য আরও কমানোর দাবি। জানা গিয়েছে, ১২ ঘণ্টার অনশন কর্মসূচিতে (Hunger Strike) শামিল হয়েছেন অসম তৃণমূলের নেতা, কর্মীরা।

[আরও পড়ুন: ‘বঙ্গ বিজেপি নেতৃত্ব আমাকে বিশ্বাসই করত না’, দলবদলের পরদিনই বিস্ফোরক অর্জুন]

প্রসঙ্গত, উত্তরপূর্ব ভারতে সংগঠন বিস্তারে নজর দিয়েছে বাংলার শাসকদল। বিজেপি শাসিত অসম, ত্রিপুরায় লড়াই জোরদার করাই লক্ষ্য। ইতিমধ্যেই অসমে বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগ দিয়েছেন অভিজ্ঞ নেতারা। দীর্ঘদিনের সাংসদ সুস্মিতা দেব ও  রিপুন বোরা তৃণমূলে যোগ দিয়েছেন। সুস্মিতা দেব রাজ্যসভায় তৃণমূলের সাংসদও। তাঁর নেতৃত্বে অসমে শক্তিবৃদ্ধির কাজ চলছে। এই অবস্থায় আজ অসম তৃণমূলের অনশন কর্মসূচি দলকে লড়াইয়ের ময়দানে আরও অক্সিজেন জোগাবে বলেই মত ওয়াকিবহাল মহলের। পাশাপাশি, ত্রিপুরাতেও একই দাবিতে এদিন বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন তৃণমূল নেতারা।

[আরও পড়ুন: নবান্নে মন্ত্রিসভার বৈঠক, রয়েছে একাধিক জরুরি আলোচনা, ডাক পেয়েও গরহাজির শুভেন্দু]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement