Advertisement
Advertisement
চা-বাগান

গাছের পরিচর্যায় নজর, আংশিক খুলছে অসমের চা-বাগানগুলো

সামাজিক দূরত্ব মেনেই চলবে পরিচর্যার কাজ আশ্বাস বাগান মালিকদের।

Assam tea garden start to maintain garden during lockdown

ছবি: প্রতীকী

Published by: Sucheta Chakrabarty
  • Posted:April 11, 2020 6:48 pm
  • Updated:April 11, 2020 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউনে দীর্ঘ হতাশার মধ্যে এক টুকরো আশার আলো দেখতে পেলেন অসমের চা বাগানের শ্রমিকেরা। খুব অল্প পরিমাণে হলেও চা বাগানে ঢুকে পরিচর্যার কাজ করার অনুমতি পেলেন চা শ্রমিকেরা। অসমের জেলা শাসকের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর কোভিড-১৯ প্রোটোকল (COVID-19 protocol) মেনেই তারা এই কাজ করার ছাড় পান। লকডাউন শুরু হওয়ার পর ২৪ মার্চ থেকে বন্ধ হয়ে যায় দেশের সমস্ত চা বাগানগুলি।

অসমের চা বাগানগুলিতে কর্মীদের জরুরি পরিষেবার ভিত্তিতে কাজ করার অনুমতি দেওয়া হয়। যেমন, চা বাগানগুলিতে কীটনাশক স্প্রে করা, প্রয়োজনে চা গাছের পরিচর্যা করা, বাগানের আগাছা সাফাই করা। লকডাউনে অনির্দিষ্টকালের জন্য চা বাগানগুলি বন্ধ করে দিলেও বাগানের গাছগুলি যাতে নষ্ট না হয়ে যায় তাই সেদিকেই গুরুত্ব দিতে এই উদ্যোগ নেওয়া হয়। অন্যদিকে দিন আনা-দিন খাওয়া শ্রমিকদের কথা ভেবে ও তাদের সক্রিয় রাখতে ন্যূনতম পর্যায়ে এই কাজ শুরু করার পরিকল্পনা করা হয়। কারণ, অসম সরকার সোমবারই ঘোষণা করে যে তারা বাগানের পরিচর্যার কাজকে লকডাউনের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। ১ এপ্রিল পর্যন্ত চলা লকডাউনে চা গাছগুলি যাতে নষ্ট না হয় সেদিকেই খেয়াল রাখতে তৎপরতা দেখায় অসম প্রশাসন। তবে সেই কাজ করার ক্ষেত্রেও সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়। অসমের প্রায় ৮০০ চা বাগানে লক্ষাধিক শ্রমিকেরা কাজ করেন। বাগানগুলির পরিচর্যার কাজকে লকডাউনের আওতার বাইরে রাখলে গাছগুলি কিছুটা যত্নে থাকবে বলেই মত প্রশাসনের। ইতিমধ্যেই লকডাউনের জেরে মাথায় হাত পড়েছে চা বাগানমালিকদের। তারা সরকারের কাছে এই বাগনগুলি খোলার জন্য লিখিত আবেদন করেন। সেই লিখিত আবেদনের মাধ্যমে তারা কর্মীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজ করা-সহ নানা বিধি মেনে চলারও আশ্বাস দেন। তারপরই রাজ্য সরকারের তরফ থেকে চা বাগানগুলি খুলে দেওয়া হয় পরিচর্যার কাজ করার জন্য। সরকারকের তরফ থেকে পরিচর্যার কাজে নিয়োজিত কর্মীদের প্রোটেক্টিভ গিয়ার দেওয়ার কথা বলেন।

Advertisement

[আরও পড়ুন:‘সকলে দ্রুত সুস্থ হয়ে উঠুক’, কাজ শুরুর আগে রোজ করজোড়ে প্রার্থনা দিল্লির নার্সদের]

তবে অসমের উইলিয়মসনমেগর ও এপিজে-র মত বড় চাবাগানগুলি পরিচর্যার জন্য খোলা রাখার অনুমতি পেলেও তুলনামূলকভাবে ছোট চা বাগানগুলি খোলার অনুমতি মেলেনি। ফলে এখনও আশঙ্কায় ভুগছেন চা শ্রমিকেরা। অন্যদিকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ফলে ক্রমেই বেকারত্বে চিন্তা ভাবাচ্ছে শ্রমিকদের। বিকল্প খুঁজতে তাই সরকার-সহ মালিকদের সিদ্ধান্তের দিকে তাকিয়ে তারা।

[আরও পড়ুন:ভারতের গোলাবর্ষণে ধ্বংস পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, প্রকাশ্যে নতুন ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement