ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে অভিন্ন দেওয়ানি বিধির দিকে আরও একধাপ এগোলো বিজেপি শাসিত অসম। সেরাজ্যে পৃথক মুসলিম বিবাহ এবং বিচ্ছেদ আইন বাতিল করে দিল বিজেপি সরকার। ফলে এখন থেকে মুসলিমদের বিবাহ ও বিচ্ছেদ, সবটাই করাতে হবে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্টের অধীনে।
শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে ১৯৩৫ সালের মুসলিম বিবাহ ও বিচ্ছেদ আইন বাতিল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। অসমের মন্ত্রী জয়ন্ত মল্লবড়ুয়া বলছেন, “আমরা অভিন্ন দেওয়ানি বিধির পথে এগোচ্ছি। সেই লক্ষ্যে এই আইন বাতিল করাটা আরও এক পদক্ষেপ।” অসমের ওই মন্ত্রী জানিয়েছেন, অসমে মোট ৯৪ জন মুসলিম বিবাহ রেজিস্ট্রার ছিলেন। তাঁদেরও এই কাজ থেকে নিষ্কৃতি দেওয়া হচ্ছে। ওই ৯৪ জনকে সরকারের তরফে এককালীন ২ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। ফলে এখন থেকে মুসলিমদের বিবাহের রেজিস্ট্রি করাতে হবে জেলাশাসক এবং জেলা রেজিস্ট্রারের কাছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) সদ্যই জানিয়েছেন, সেরাজ্যেও অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হবে। উত্তরাখণ্ডে যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে, সেই খসড়া অসমেও চালু করা যায় কিনা, সেটা খতিয়ে দেখছে অসম সরকার। অসমজুড়ে জল্পনা, বিধানসভার চলতি বাজেট অধিবেশনেই এই অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা যেতে পারে। তাছাড়া সেরাজ্যে বহু বিবাহ বিরোধী বিল আসতে চলেছে। সেইমতো প্রস্তুতিও শুরু হয়েছে। অসমের মধ্যেই বাতিল হয়ে গেল মুসলিম বিবাহ আইন। যা ইউসিসির পথে আরও এক ধাপ।
বিজেপির (BJP) বক্তব্য, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে সামাজিক সৌহার্দ্য বজায় থাকবে। লিঙ্গবৈষম্য দূর হবে। মহিলারা শক্তিশালী হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এর ফলে সংবিধানের (Constitution of India) মূল ভাবধারা বজায় থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.