Advertisement
Advertisement

Breaking News

Assam

নিয়মিত মদ্যপানের ‘শাস্তি’! ৩০০ পুলিশকে স্বেচ্ছাবসর দিচ্ছে অসম সরকার

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নিজেই জানিয়েছেন এ কথা।

Assam Offers Voluntary Retirement To 300 Cops | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 1, 2023 3:47 pm
  • Updated:May 1, 2023 3:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়মিত মদ্যপান করেন। তাই শাস্তিস্বরূপ প্রায় ৩০০ পুলিশ আধিকারিককে স্বেচ্ছাবসরের প্রস্তাব দিল অসম সরকার। রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himant Biswa Sharma) নিজেই জানিয়েছেন সে কথা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যস্থান পূরণের জন্য নতুন নিয়োগও শুরু হচ্ছে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অসমের মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৩০০ পুলিশ আধিকারিক এবং জওয়ান নিয়মিত মদ্যপান করেন। আর অতিরিক্ত মদ্যপানের জন্য তাঁদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এক্ষেত্রে সরকারের তরফে স্বেচ্ছাবসরের সুযোগ থাকে। বহুদিন ধরেই এই নিয়ম আছে। তবে আগে তা প্রয়োগ করা হয়নি। এবার হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘চায়ে পে চর্চা’য় অভিষেক বন্দ্যোপাধ্যায়, হেমতাবাদে জনসংযোগ যাত্রায় গেলেন রাজবংশী বাড়িতে]

পুলিশ বিভাগে শৃঙ্খলা ফেরাতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি হিমন্ত বিশ্বশর্মা এও জানিয়েছেন, সরকার ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা ভাবছে। তিনি বলেন, “মানুষকে যাবে কাজের জন্য ডেপুটি কমিশনারের অফিসে পৌঁছতে জেলা হেডকোয়ার্টারে যেতে না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় ডেপুটি কমিশনারের অফিস তৈরি করা হচ্ছে। ডিসি’ই সেই এলাকার নিয়ম শৃঙ্খলার দিকে নজর রাখবেন। তাঁদেরকে আলাদা আলাদা ভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে।” সব মিলিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা আঁটসাট করতে এবং পুলিশ আধিকারিকদের নিয়ম মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করতে কড়া হচ্ছে প্রশাসন।

[আরও পড়ুন: ‘আমাদের সিদ্ধান্তে কোনও ভুল ছিল না’, গিলদের ছাড়া নিয়ে সাফাই কেকেআর সিইও-র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement