সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে গান গাইতে পারবে না৷ অসমের উঠতি গায়িকার বিরুদ্ধে এভাবেই ফতোয়া জারি করল মৌলবাদীরা৷ অসমের বিভিন্ন জায়গায় ৪৬টি কট্টরপন্থী সংগঠন ও মৌলবাদীদের নাম করে দেওয়া হয়েছে হুমকি৷ যাতে অবিলম্বে ইন্ডিয়ান আইডলের মতো শোয়ের রানার্স আপ নহিদ আফরিনকে গান বন্ধ করে দেওয়ার হুকুম দেওয়া হয়েছে৷
[শান্তি ফেরান মোদি, চিঠিতে আর্জি পাক কন্যার]
মার্চ মাসের ২৫ তারিখ অসমের লঙ্কা এলাকার উডালি সোনাই বিবি কলেজের মাঠে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করার কথা রয়েছে নহিদের৷ সেই পরিপ্রেক্ষিতেই জারি হয়েছে এই ফতোয়া৷ যাতে বলা হয়েছে, এভাবে প্রকাশ্যে গান গাওয়া শরিয়ত আইনের বিরোধী৷ এই ধরনের অনুষ্ঠানের ফলে ভবিষ্যত প্রজন্ম উচ্ছন্নে যাচ্ছে৷ তাই অবিলম্বে গান গাওয়া বন্ধ করতে হবে নহিদকে৷
[অবশেষে গ্রেপ্তার ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী]
প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে আইএস বিরোধী গান গেয়েছিল নহিদ৷ সেই কারণেই তাঁকে মৌলবাদীদের রোষাণলে পড়তে হয়েছে বলে অনুমান পুলিশের৷ তবে কিশোরী গায়িকাকে সবরকম নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ৷ প্রথমে একটু ভেঙে পড়লেও নিজেকে সামলে নিয়েছে নহিদ৷ সংগীত তার কাছে ঈশ্বরের দান৷ তাই হাজার রক্তচক্ষূ উপেক্ষা করেও গাইবে বলে জানিয়েছে গায়িকা৷
[হামলার আশঙ্কা! মহানগরের সুরক্ষায় আসছে ‘মিসাইল শিল্ড’]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.