Advertisement
Advertisement

Breaking News

গান গাওয়া হবে না, উঠতি গায়িকাকে ফতোয়া মৌলবাদীদের

ক’দিন আগে আইএস বিরোধী গান গাওয়ার জন্যই কি এই ফতোয়া?

Assam mullahs issue fatwa against singer Nahid Afrin
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 8:55 am
  • Updated:March 15, 2017 8:55 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে গান গাইতে পারবে না৷ অসমের উঠতি গায়িকার বিরুদ্ধে এভাবেই ফতোয়া জারি করল মৌলবাদীরা৷ অসমের বিভিন্ন জায়গায় ৪৬টি কট্টরপন্থী সংগঠন ও মৌলবাদীদের নাম করে দেওয়া হয়েছে হুমকি৷ যাতে অবিলম্বে ইন্ডিয়ান আইডলের মতো শোয়ের রানার্স আপ নহিদ আফরিনকে গান বন্ধ করে দেওয়ার হুকুম দেওয়া হয়েছে৷

[শান্তি ফেরান মোদি, চিঠিতে আর্জি পাক কন্যার]

Advertisement

মার্চ মাসের ২৫ তারিখ অসমের লঙ্কা এলাকার উডালি সোনাই বিবি কলেজের মাঠে একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করার কথা রয়েছে নহিদের৷ সেই পরিপ্রেক্ষিতেই জারি হয়েছে এই ফতোয়া৷ যাতে বলা হয়েছে, এভাবে প্রকাশ্যে গান গাওয়া শরিয়ত আইনের বিরোধী৷ এই ধরনের অনুষ্ঠানের ফলে ভবিষ্যত প্রজন্ম উচ্ছন্নে যাচ্ছে৷ তাই অবিলম্বে গান গাওয়া বন্ধ করতে হবে নহিদকে৷

[অবশেষে গ্রেপ্তার ধর্ষণে অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী]

প্রসঙ্গত, কয়েকদিন আগেই একটি অনুষ্ঠানে আইএস বিরোধী গান গেয়েছিল নহিদ৷ সেই কারণেই তাঁকে মৌলবাদীদের রোষাণলে পড়তে হয়েছে বলে অনুমান পুলিশের৷ তবে কিশোরী গায়িকাকে সবরকম নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ৷ প্রথমে একটু ভেঙে পড়লেও নিজেকে সামলে নিয়েছে নহিদ৷ সংগীত তার কাছে ঈশ্বরের দান৷ তাই হাজার রক্তচক্ষূ উপেক্ষা করেও গাইবে বলে জানিয়েছে গায়িকা৷

[হামলার আশঙ্কা! মহানগরের সুরক্ষায় আসছে ‘মিসাইল শিল্ড’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement