Advertisement
Advertisement
Assam

অসমে ৫ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, দোষীকে ফাঁসির সাজা আদালতের

দোষী মঙ্গল পাইককে মৃত্যুদণ্ড দেয় বিশ্বনাথ জেলার দায়রা আদালত।

Assam man sentenced to death for raping five year old girl | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Monishankar Choudhury
  • Posted:December 22, 2020 12:01 pm
  • Updated:December 22, 2020 12:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের মামলায় অপরাধীকে ফাঁসির সাজা শোনাল অসমের একটি আদালত। সোমবার মামলার শুনানি শেষে দোষী মঙ্গল পাইককে মৃত্যুদণ্ড দেয় বিশ্বনাথ জেলার দায়রা আদালত।

[আরও পড়ুন: মাথায় ঝুলে মার্কিন নিষেধাজ্ঞার খাঁড়া, তবুও ভারতকে S-400 ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া]

২০১৮ সালে অসমের ডেকরাই চা বাগান এলাকায় একটি পাঁচ বছরে শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে অপহরণ করে মঙ্গল। তারপর শিশুটিকে ধর্ষণ করে এই কুকর্ম ঢাকা দিতে শ্বাসরোধ করে বাচ্চাটিকে খুন করে সে। অপরাধ ঢাকতে একটি পুকুরে মৃতদেহ ফেলে দেয় মঙ্গল। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, শিশুটির দেহ উদ্ধার হওয়ার পর শরীরে অসংখ্য ক্ষতের দেখা মেলে। বাচ্চাটির গোপনাঙ্গেও ছিল গভীর জখম। অপরাধী মঙ্গল শিশুটিরই আত্মীয়। এই ঘটনায় নিহত শিশুর পরিবার মামলা দায়ের করলে দু’বছরের সেশে অবশেষে শাস্তি হয় মঙ্গলের। ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩৭৬ (এ), ৩৬৩, ২০১ ও পকসো আইনের ৬ নম্বর ধারায় ধর্ষণ ও খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করে মঙ্গলকে ফাঁসির সাজা দেন বিচারক। এই জঘন্য হত্যাকাণ্ডের শুনানি শেষে বিচারক বলেন, “এই অপরাধ ক্ষমার অযোগ্য। অপরাধী আইনের চোখকে ফাঁকি দিতে পারবে না।”

Advertisement

শিশুটির পরিবারের হয়ে এই মামলাটি লড়েছেন আইনজীবী জাহ্নবী কলিতা। তাঁর বক্তব্য, জঘন্য অপরাধটি করার পর নানাভাবে আইনের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিল অপরাধী। কিন্তু শেষরক্ষা হয়নি। দিল্লিতে নির্ভয়ার হত্যাকারীরা আট বছর আইনের ফাঁকফোকর কাজে লাগিয়ে ফাঁসি এড়িয়ে গিয়েছিল। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। শিশু ধর্ষক ও হত্যাকারী উপযুক্ত সাজা পেয়েছে।

[আরও পড়ুন: দেশের দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারেরও কম, ৩ লক্ষের নিচে নামল অ্যাকটিভ কেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement