Advertisement
Advertisement
Assam

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ অসমে! আন্দোলনে ছাত্র সংগঠন

শুক্রবার অসমে বনধের ডাক দিয়েছে ছাত্র সংগঠন।

Assam girl physically harassed on way home from tuition class, student union calls bandh

ফাইল ছবি।

Published by: Amit Kumar Das
  • Posted:August 23, 2024 2:52 pm
  • Updated:August 23, 2024 2:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের জেরে ন্যায় বিচারের দাবিতে উত্তাল দেশ। এরইমাঝে অসমে নগাঁও জেলায় ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। জানা যাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যেয় টিউশন থেকে ফেরার পথে ওই নাবালিকাকে গণধর্ষণ করে ৩ ব্যক্তি। এই ঘটনায় মহিলাদের নিরাপত্তার দাবিতে আন্দোলনে নেমেছে সেখানকার ছাত্রসংগঠন।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাতে নাবালিকাকে বিবস্ত্র অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। এর পর তাকে ভর্তি করা হয় নগাঁও জেলার ধিং সরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা নিশ্চিত করেন ধর্ষণ করা হয়েছে ওই নাবালিকাকে। ঘটনা প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সংগঠনগুলি। শুক্রবার বনধের ডাক দিয়েছেন পড়ুয়ারা। এদিকে ঘটনার পর তদন্তে নেমেছে পুলিশ। দুই সন্দেহভাজনকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement

[আরও পড়ুন: লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা, বাস খাদে পড়ে মৃত ৭, সেনার তৎপরতায় উদ্ধার ২৭]

এদিকে ভয়াবহ এই ঘটনায় দোষীদের রেহাত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই ধরনের নৃশংসতাকে ‘মানবিকতার বিরুদ্ধে অপরাধ’ বলে উল্লেখ করেছেন তিনি। এক্স হ্যান্ডেলে হিমন্ত বিশ্বশর্মা লেখেন, ‘ধিং-এ এক নাবালিকার সঙ্গে যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর। এই ঘটনা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আমাদের বিবেককে আঘাত করা হয়েছে। যারা এই অপরাধ করেছে তাদের কাউকে আমরা কাউকে রেহাত করব না। সকল অপরাধীকে বিচারের মুখোমুখি দাঁড় করাব।’

[আরও পড়ুন: বন্ধ শম্ভু সীমান্ত, কৃষকদের অভিযোগ শুনতে কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের]

পাশাপাশি অসমের ডিজিপিকে ঘটনাস্থল পরিদর্শন ও দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে তিনি আরও লেখেন, ‘আমি অসম পুলিশের ডিজিকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছি। এবং যে রাক্ষসরা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement