Advertisement
Advertisement

Breaking News

Assam

পৃথক রাজ্যের দাবিতে অসমে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিগোষ্ঠীর হামলা! নিহত অন্তত পাঁচ

DNLA নামের ওই জঙ্গিগোষ্ঠী অসম সরকারের মাথাব্যথার কারণ হয়ে উঠছে।

Assam: Five killed as suspected DNLA militants attack trucks | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:August 27, 2021 11:31 am
  • Updated:August 27, 2021 12:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের (Assam) ডিমা হাসাও জেলায় ফের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির হামলা। পরপর সাতটি লরিতে আগুন লাগাল জঙ্গিরা।ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি আরও একজন।

অসম পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ অসমের ডিমা হাসাও জেলার এক প্রত্যন্ত এলাকায় হামলা চালায় DNLA জঙ্গিরা। প্রথমে লরিগুলিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়, পরে সেগুলিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। লরিগুলি স্থানীয় একটি সিমেন্ট কোম্পানির। এবং সেগুলিতে করে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় যে ৫ জনের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই হয় ওই লরিগুলির চালক না হয় খালাসি। অসম পুলিশ জানিয়েছে, তাঁরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

[আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত Congress, একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রীদের পদ নিয়ে টানাপোড়েন]

তবে, স্থানীয় সূত্রের দাবি বিচ্ছিন্নতাবাদী ডিমাসা ন্যাশনাল লিবারেশন আর্মির জঙ্গিরাই এই হামলা চালিয়েছে। দীর্ঘদিন ধরেই ডিমা হাসাও জেলায় পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চালাচ্ছে তারা। চলতি বছরের মে মাসেই নিরাপত্তারক্ষীরা ওই এলাকায় ডিমাসা DNLA’র ৬ সদস্যকে নিকেশ করে। শুধু তাই নয়, এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটির বিরুদ্ধে সরকার আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। তখন থেকেই বদলা নেওয়ার সুযোগ খুঁজছিল জঙ্গিরা। বৃহস্পতিবার রাতে জঙ্গি মৃত্যুর বদলা নিতেই DNLA হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: Corona Vaccine: কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান কমছে? কী বলছে কেন্দ্র?]

প্রসঙ্গত, অসমে DNLA’র মতো বহু ছোটখাটো বিচ্ছিন্নতাবাদী সংগঠন রয়েছে, যারা পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে। যদিও, অসম সরকার এর অধিকাংশকেই হয় দমন করেছে, না হয় আলোচনার মাধ্যমে তাঁদের সমাজের মূল স্রোতে ফিরিয়েছে। কিন্তু DNLA’র মতো এই ছোট্ট গোষ্ঠীটিই আপাতত অসম সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement