Advertisement
Advertisement

Breaking News

Assam

‘রাতে বেরবেন না’, আর জি কর কাণ্ডের পর মহিলা চিকিৎসকদের নির্দেশ অসমের হাসপাতালের!

বিতর্ক চরম আকার নিতেই নির্দেশিকা প্রত্যাহার হিমন্ত সরকারের।

Assam college cancels advisory asking women doctors to avoid going out at night
Published by: Amit Kumar Das
  • Posted:August 14, 2024 2:21 pm
  • Updated:August 14, 2024 2:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এহেন পরিস্থিতির মাঝেই বিতর্কিত নির্দেশিকা বিজেপি শাসিত অসমের শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের। যেখানে জানানো হয়েছে, ‘রাতে হাসপাতালের বাইরে যাবেন না মহিলা চিকিৎসকরা।’ এহেন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে। চাপের মুখে পড়ে বাধ্য হয়েই ওই নির্দেশিকা প্রত্যাহার করে নিল অসম সরকার।

হাসপাতালের মহিলা চিকিৎসক ও পড়ুয়াদের উদ্দেশে বিজ্ঞপ্তি জারি করে অসমের ওই হাসপাতালের তরফে জানানো হয়, মহিলা চিকিৎসক, পড়ুয়া এবং হাসপাতালের কর্মীরা রাতে বাইরে যাবেন না। নিতান্তই যদি যাওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাঁরা যেন একা না যান। কম লোকজন রয়েছে এমন জায়গায় না যাওয়ার নির্দেশ দেওয়া হয়। অজেনা কারও সঙ্গে কথাবার্তা বলতেও নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি খারাপ লোকজনের দৃষ্টি আকর্ষিত হয় এমন কোনও আচরণ না করার নির্দেশ হয় ওই বিজ্ঞপ্তিতে। এই নির্দেশিকা প্রসঙ্গে হাসপাতালের অধ্যক্ষ ভাস্কর গুপ্তা জানান, ‘খারাপ পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য আমার সতর্ক থাকা উচিত। আর আমরা চাই আমাদের চিকিৎসক ও পড়ুয়ারা যেন বিপদের মধ্যে না পড়েন।’

Advertisement

[আরও পড়ুন: ‘অপরাধীদের বাঁচানোর চেষ্টা হচ্ছে!’ আর জি কর কাণ্ডে বিস্ফোরক বিজেপি]

তবে হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত না করে মহিলাদের উদ্দেশেই হাসপাতাল কর্তৃপক্ষের এহেন নির্দেশিকায় স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নেয়। আপত্তি চরম আকার নিতেই বাধ্য হয়ে ওই নির্দেশিকা প্রত্যাহার করা হয়। এই পরিস্থিতিতে ১২ আগস্ট অসমের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই নির্দেশিকা বাতিল করা হয়। এক্স হ্যান্ডেলে জানানো হয়, ‘যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হল। শীঘ্রই নয়া নির্দেশিকা জারি করা হবে।’

[আরও পড়ুন: চিকিৎসকদের আন্দোলনে শিকেয় হাসপাতালের পরিষেবা, চূড়ান্ত হয়রানি রোগীদের]

উল্লেখ্য, আর জি কর কাণ্ডে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। মহিলা চিকিৎসককে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। অপরাধীদের শাস্তির দাবিতে পথে নেমেছেন পড়ুয়াদের পাশাপাশি নাগরিক সমাজ। কর্মবিরতি ঘোষণা করেছেন চিকিৎসকরা। এহেন পরিস্থিতির মাঝে অসমের হাসপাতালের বিতর্কিত নির্দেশিকায় নতুন করে বিতর্ক তৈরি করে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement