সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও ৩০০ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sharma)। রবিবার একটি জনসভায় তিনি বলেন, আসাদউদ্দিন ওয়েইসিকে (Asaduddin Owaisi) জানানো দরকার যে আগামী দিনে অসমে আরও ৩০০টি মাদ্রাসা (Madrassa) বন্ধ করে দেওয়া হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বহুবিবাহ বন্ধ করার উদ্দেশ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছেন হিমন্ত। বাল্যবিবাহ রোধ করতেও ব্যাপক সক্রিয়তা দেখিয়েছে তাঁর প্রশাসন।
রবিবার তেলেঙ্গানার নির্বাচনী প্রচারে একটি জনসভায় বক্তৃতা দেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানেই বলেন, “অসমে লাভ জিহাদ বন্ধ করতে আমরা কাজ করছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে অসমে ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছি। ওয়েইসিকে জানিয়ে রাখতে চাই, এই বছরেই আরও ৩০০টি মাদ্রাসা বন্ধ করে দেব। কারণ আমি চাই সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যাক। তার পরিবর্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হবে।”
এই বক্তৃতায় অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গও উল্লেখ করেছেন হিমন্ত। তিনি বলেন, “ভারতের কিছু মানুষ মনে করেন তাঁরা চারজন মহিলাকে বিয়ে করতে পারেন। কিন্তু সেদিন এবার শেষ হতে চলেছে। বহুবিবাহ বন্ধ করে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে চলেছে। তারপরেই প্রকৃত অর্থে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠবে।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁর রাজ্যে বহুবিবাহকে আইনত নিষিদ্ধ করা হবে। এই বিষয়ে আইনি পরামর্শ নিতে বিশেষজ্ঞের কমিটি গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুবিবাহ নিষিদ্ধ করার বিষয়ে রাজ্যের স্বাধীনতা আছে কি-না খতিয়ে দেখা হবে। পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন (শরিয়ত) আইন খতিয়ে দেখবেন তাঁরা। হিমন্ত আরও জানান, এই বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা বলবেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। আইনজ্ঞদের সঙ্গেও কথা বলা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.