Advertisement
Advertisement
Himanta Biswa Sarma

‘মহারাজা আসছে নাকি?’, তাঁর কনভয়ের জন্য গাড়ি আটকানোয় ডিসিকে ধমক অসমের মুখ্যমন্ত্রীর

ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

Assam CM Himanta Biswa Sarma scolds DC for halting traffic for convoy | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:January 16, 2022 2:32 pm
  • Updated:January 16, 2022 5:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধ করে দেওয়া হয়েছিল ৩৭ নম্বর জাতীয় সড়ক। মুখ্যমন্ত্রীর কনভয় যাচ্ছে যে। স্বাভাবিক ভাবেই বাকি সমস্ত গাড়িকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছি‌ল। তার ফলে মুহূর্তের মধ্যেই দীর্ঘ যানজট। আর তাতে মেজাজ হারালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Himanta Biswa Sarma)। জনসমক্ষেই ডিসিকে ধমক দিয়ে জানতে চাইলেন কেন গাড়ি আটকে দেওয়া হয়েছে। তাঁর প্রশ্ন, ‘‘কোনও রাজা-মহারাজা আসছে নাকি?’’

শনিবার নগাঁও জেলায় গিয়েছিলেন হিমন্ত। সেই সময়ই অবরুদ্ধ করে দেওয়া হয় ৩৭ নম্বর জাতীয় সড়ক। আর তখনই দীর্ঘ যানজট দেখে রেগে যান হিমন্ত। সটান ডেকে পাঠান নগাঁওয়ের ডেপুটি কমিশনারকে। পুরো ঘটনাই ধরা পড়ে এক স্থানীয় টিভি চ্যানেলের ক্যামেরায়। সেখানেই দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী বিরক্ত হয়ে বলছেন, ‘‘আরে ডিসি সাহেব, এসব কী নাটক হচ্ছে? গাড়ি আটকে দিয়েছেন কেন? কোনও রাজা-মহারাজা আসছে নাকি?’’

Advertisement

[আরও পড়ুন: TMC in Goa: গোয়ায় জোটের প্রস্তাব দিয়েছিল তৃণমূল, এখনও জবাব দেয়নি কংগ্রেস! নতুন দাবি মহুয়ার]

মুখ্যমন্ত্রীর প্রশ্নবাণে জর্জরিত ডিসি এরপর কিছু বলতে যেতেই হিমন্ত বলেন, ‘‘আরে এরপর আর এমন করবে না। মানুষের কষ্ট হয়।’’ তারপর চেঁচিয়ে তিনি নির্দেশ দেন, ‘‘খোলো, গাড়ি যেতে দাও।’’

এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই মুখ্যমন্ত্রীর এমন আচরণের প্রশংসা করেছেন। আবার উলটো কথাও বলছেন কেউ কেউ। তাঁদের মতে, এভাবে জনসমক্ষে ডিসিকে ধমক দেওয়া মোটেই উচিত হয়নি। হিমন্ত নিজে কী বলছেন? পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমাদের রাজ্যে আমরা এমন একটা সংস্কৃতি তৈরি করতে চাই যেখানে ডিসি, এসপি বা যে কোনও সরকারি আধিকারিক যেন মানুষের জন্যই কাজ করেন। বাবু সংস্কৃতি বদলানো কঠিন‌, কিন্তু আমরা সেটা করতে বদ্ধপরিকর।’’

[আরও পড়ুন: Abhishek Banerjee: সদ্যোজাতর হৃদযন্ত্রে সমস্যা, পাশে দাঁড়ানোর আর্তি বামমনস্ক শিল্পীর, এগিয়ে এল অভিষেকের টিম]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement