Advertisement
Advertisement

Breaking News

Himanta Biswa Sarma

‘আকৌ এবার মোদি সরকার’, অসমে ভোটপ্রচারের মঞ্চে নেচে মাতালেন হিমন্ত বিশ্বশর্মা

বিজেপি নেতা ধরা দিলেন একেবারে ভিন্ন মেজাজে।

Assam CM Himanta Biswa Sarma dances during election campaign in Lakhimpur
Published by: Biswadip Dey
  • Posted:April 12, 2024 9:00 pm
  • Updated:April 12, 2024 9:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বরাবর কড়া মেজাজেই দেখা দেন। বিরোধীদের দিকে তুমুল হুঁশিয়ারি ও ঝোড়ো ভাষণেই পরিচিত অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। কিন্তু ভোটপ্রচারে বেরিয়ে বিজেপি নেতা ধরা দিলেন একেবারে ভিন্ন মেজাজে। তাঁকে দেখা গেল হাসিমুখে ভিড়ের ভিতরে মিশে যেতে। দেখা গেল মঞ্চ কাঁপিয়ে নাচতে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। কয়েকদিন আগেও তাঁকে এভাবেই নাচতে দেখা গিয়েছিল। এবারও সেই মেজাজই ধরে রাখলেন হিমন্ত।

শুক্রবার লখিমপুর লোকসভা কেন্দ্রের এক জনসভায় হাজির ছিলেন হিমন্ত। আর সেখানেই তাঁকে দেখা গেল ভোটপ্রচারের গান চালিয়ে মঞ্চে উপস্থিত সকলের সঙ্গে নাচে মেতে উঠতে। দর্শকদের মধ্যেও অনেকে নাচতে থাকেন তাঁর সঙ্গে। প্রসঙ্গত, তিন দফায় ভোট (Lok Sabha Election 2024) হবে অসমে। এর মধ্যে ১৯ এপ্রিল অর্থাৎ প্রথম দফার ভোটের দিনই লখিমপুরে নির্বাচন সম্পন্ন হবে। এছাড়াও এদিন কেজপুর, জোরহাট, ডিব্রুগড়েও ভোট হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘কাঁথিতে কোন পরিবার দুষ্কৃতীদের আশ্রয় দেয়?’ জঙ্গি গ্রেপ্তারি কাণ্ডে অধিকারীদের নিশানা তৃণমূলের]

গত সপ্তাহ থেকেই রাজ্য়ের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে প্রচার করছেন হিমন্ত। এদিন তিনি ‘আকৌ এবার মোদি সরকার’ (আবকি বার মোদি সরকার), যা বিজেপির থিম সং, সেই গানে নেচে ওঠেন সকলে। গত সপ্তাহেও একই দৃশ্য দেখা গিয়েছে। এদিনের মতো সেদিনও সকলকে চমকে দিয়ে নেচে ওঠেন হিমন্ত। দর্শকদেরও নাচে উৎসাহ দেন। খোদ মুখ্যমন্ত্রীকে নাচতে দেখে মেতে ওঠেন সভায় উপস্থিত বাকি সদস্যরা। তুমুল হর্ষধ্বনি শোনা যায় দর্শক আসনেও। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতে নিজের নাচ নিয়ে মুখ খুলেছেন হিমন্ত। লিখেছেন, “আমরা মোদির পরিবার। আমাদের জনসভায় আমরা নাচ-গানও করি।”

বরাবরই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় হিমন্তকে। সম্প্রতি ‘অসাংবিধানিক’ ইলেক্টোরাল বন্ড নিয়ে দুর্নীতির অভিযোগ তুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু ভোটপ্রচারে একেবারেই আলাদা মেজাজে দেখা যাচ্ছে বিতর্কিত বিজেপি নেতাকে।

[আরও পড়ুন: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণে বাংলা যোগ! রাজ্যে NIA-র জালে দুই চক্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement