সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) উদ্দেশে কুরুচিকর মন্তব্যের অভিযোগে অসমের (Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিরুদ্ধে মামলা দায়ের করা হল। ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ও ৫০৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। তেলেঙ্গানা কংগ্রেসের দাবি, গ্রেপ্তার করা হোক হিমন্তকে।
ঠিক কী বলেছিলেন হিমন্ত? পাকিস্তানের মাটিতে সত্যিই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কিনা তা জানতে চেয়েছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। সেই প্রসঙ্গে হিমন্ত রাহুলকে কটাক্ষ করে এক জনসভায় প্রশ্ন করেছিলেন, ”আমরা কি জানতে চেয়েছি রাজীব গান্ধী সত্যিই আপনার বাবা কিনা?” তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিক ভাবেই প্রবল ক্ষুব্ধ হয় কংগ্রেস। পোড়ানো হয় হিমন্তর কুশপুতুলও। এবার দায়ের হল এফআইআর।
উত্তরাখণ্ডের এক জনসভায় অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, ”আমাদের সেনা জওয়ানরা শত্রু অঞ্চলে কোনও অভিযানে যাওয়ার এক মাস আগে থেকে পরিকল্পনা করে ফেলে। এবং এই কৌশলী পদক্ষেপগুলির বিষয়ে পরে সাংবাদিক বৈঠক করে জানানো হয়। আমরা সেই সময়ই এবিষয়ে জানতে পারি। এখন, কেউ যখন এসবের প্রমাণ চান বুঝতে পারি সেনা জওয়ানরা তাতে কতটা যন্ত্রণা পেতে পারেন তা শুনে।” এখানেই শেষ নয়। পরের দিন আরেক জনসভায় ফের রাহুলকে আক্রমণ করেছিলেন হিমন্ত। সংসদে বিজেপিকে যেভাবে রাহুল আক্রমণ করে চলেছেন, সেবিষয়ে বলতে গিয়ে জিন্নার প্রসঙ্গ তোলেন বিজেপি নেতা। তাঁর কথায়, ”জিন্নার ভূত ওঁর শরীরে ঢুকে পড়েছে।”
এই বিষয়ে খড়গহস্ত তেলেঙ্গানা কংগ্রেস। তাদের বক্তব্য, হিমন্তর ওই মন্তব্য গান্ধী পরিবার কিংবা কংগ্রেসের বিরুদ্ধে নয়, তা মাতৃত্বের প্রতি অপমান। এদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আগেই দাবি তুলেছেন, রাহুল সম্পর্কে এই ধরনের কথা বলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত অসমের মুখ্যমন্ত্রীকে দল থেকে বের করে দেওয়া। সব মিলিয়ে রাহুল-হিমন্ত বিতর্কে সরগরম রাজনৈতিক মহল। এবার উঠল গ্রেপ্তারির দাবিও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.